আর কয়েকদিন বাদেই শুরু হতে চলেছে অগাস্ট মাস। অগাস্ট মাসে ব্যাঙ্ক সম্পর্কিত কোনও গুরুত্বপূর্ণ কাজ থাকলে তা দ্রুত শেষ করে ফেলাটাই বাঞ্ছনীয়। কারণ, অগাস্টে রয়েছে বেশ কিছু ছুটির দিন। এমনিতেই বাঙ্কের ছুটি রবিবারের সঙ্গে মাসের দ্বিতীয় এবং চতুর্থ শনিবার। এই ছুটি প্রতি মাসেই থাকে ব্যাঙ্কে। ফলে খুব স্বাভাবিক নিয়মেই ৬টি দিন বন্ধ থাকছে ব্যাঙ্ক। এবার এই অগাস্টে নানা উৎসবে রয়েছে। তবে এর জন্য ছুটি থাকবে নানা রাজ্যে। তাহলে এক ঝলকে দেখে নেওয়া যাক রিজার্ভ ব্যাঙ্কের তরফ থেকে প্রকাশ করা অগাস্ট মাসের ছুটির তালিকা।এটা জানা থাকলে কাউকে ব্যাঙ্ক থেকে মন খারাপ করে ফিরতে হবে না রিজার্ভ ব্যাঙ্কের প্রকাশিত তালিকা অনুসারে, 2023 সালের অগাস্ট মাসে ব্যাঙ্কগুলি মোট ১৪ দিন জন্য বন্ধ থাকছে।তবে এই ১৪দিন বিভিন্ন রাজ্যের সব ছুটিকে একত্রিত করেই।
৬ অগাস্ট- রবিবার সারা দেশে সাপ্তাহিক ছুটি
৮ অগাস্ট – টেন্ডং লো রাম ফাট গ্যাংটকে ব্যাঙ্ক বন্ধ
১২ অগাস্ট- মাসের দ্বিতীয় শনিবার সারা দেশে সাপ্তাহিক ছুটি
১৩ অগাস্ট- রবিবার সারা দেশে সাপ্তাহিক ছুটি
১৫ অগাস্ট- স্বাধীনতা দিবস সারা দেশে ব্যাঙ্ক বন্ধ
১৬ অগাস্ট- পার্সি নববর্ষ মুম্বই, নাগপুর, বেলাপুরে ব্যাঙ্ক বন্ধ
১৮ অগাস্ট- শ্রীমন্ত শঙ্করদেব তিথি গুয়াহাটিতে ব্যাঙ্ক বন্ধ
২০ অগাস্ট রবিবার সারা দেশে সাপ্তাহিক ছুটি
২৬ অগাস্ট- মাসের চতুর্থ শনিবার সারা দেশে সাপ্তাহিক ছুটি
২৭ অগাস্ট- রবিবার সারা দেশে সাপ্তাহিক ছুটি
২৮ অগাস্ট- ওনাম কোচি, তিরুবন্তেপুরমে ব্যাঙ্ক বন্ধ
২৯ অগাস্ট- তিরু ওনাম কোচি,তিরুবন্তেপুরমে ব্যাঙ্ক বন্ধ
৩০ অগাস্ট রাখি জয়পুর, সিমলায় ব্যাঙ্ক বন্ধ
৩১ অগাস্ট- শ্রী নারায়ণ গুরু জয়ন্তী, রাখি উৎসব, পাং-লাবসোল, দেহরাদুন,
গ্যাংটক,কানপুর, কোচি, লখনউ,
তিরুবন্তপুরমে ব্যাঙ্ক বন্ধ