রবিবার বাতিল করা হল পূর্ব রেলের হাওড়া শাখার বেশ কিছু ট্রেন

শিয়ালদহ থাকায় যাত্রী দুর্ভোগের আপাতত কোনও আশঙ্কা না থাকলেও চিন্তা থেকেই যাচ্ছে হাওড়া শাখায়। ৩ মার্চ রবিবার হাওড়া থেকে বাতিল থাকছে একগুচ্ছ লোকাল ট্রেন।

হাওড়া স্টেশনের পাশাপাশি ট্রেন বাতিল থাকছে বর্ধমান, গুড়াপ, ব্যান্ডেল, তারকেশ্বর থেকেও।  বাতিলের এই খাতায় রয়েছে যে সব ট্রেন সেগুলো হল-

 

বর্ধমান থেকে: 36812, 36814, 36816, 36818, 37812

গুড়াপ থেকে: 36072

ব্যান্ডেল থেকে: 37212, 37214, 37216, 37218

তারকেশ্বর থেকে: 37312, 37314

হাওড়া থেকে: 36811, 36813, 36815, 36817, 36071, 37811, 37211, 37213, 37215, 37219, 37309, 37311

পূর্ব রেল সূত্রে খবর, রবিবার হাওড়া ও লিলুয়ায় রেল ট্র্যাকের রক্ষণাবেক্ষণের কাজ চলবে। একইসঙ্গে হাওড়া-বর্ধমান কর্ড লাইনের ডানকুনি স্টেশনে ওভারব্রিজের কাজ চলবে। সে কারণেই এই ট্রেন বাতিলের সিদ্ধান্ত। যেহেতু ডানকুনিতে কাজ চলবে সে কারণে বাতিল খাতায় সবথেকে বেশি রয়েছে হাওড়া-বর্ধমান কর্ড শাখার বেশি ট্রেন। প্রসঙ্গত, গত বছর থেকেই প্রায় প্রতি শনিবার ও রবিবার গুচ্ছ গুচ্ছ ট্রেন বাতিল থেকেছে হাওড়া, শিয়ালদহে। সবথেকে বেশি দুর্ভোগের ছবি দেখা গিয়েছে হাওড়ায়। কখনও রেল ট্র্যাকের রক্ষণাবেক্ষণ, কখনও আবার ওভারহেডের কাজ, কখনও ওভারব্রিজের কাজ, আবার কখনও সিগন্যালিংয়ের কাজের জন্য বাতিল থেকে প্রচুর লোকাল ট্রেন। ঘুরপথেও চালানো হয়েছে বহু দূরপাল্লার ট্রেনকে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

6 + 10 =