ঘূর্ণিঝড় রেমালের কথা মাথায় রেখে সোমবারও বেশ কিছু ট্রেন বাতিল রাখার সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল। রবিবার রাতেই ল্যান্ডফল করবে ঘূর্ণিঝড় রেমাল। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুসারে, সোমবার সকালেও ঘূর্ণিঝড়ের দাপটে একাধিক জেলায় তুমুল ঝড়-বৃষ্টির সম্ভাবনা প্রবল। সব দিকে বিবেচনা করে যাত্রী সুরক্ষার কথা মাথায় রেখে শিয়ালদহ দক্ষিণ লাইনে দশটি লোকাল ট্রেন বাতিল রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সোমবার যে ট্রেনগুলি বাতিল থাকছে-
লক্ষ্মীকান্তপুর – নামখানা বিভাগ: ডাউন ট্রেন: 34914, 34916, আপ ট্রেন: 34935, 34937, 34981
শিয়ালদহ – লক্ষ্মীকান্তপুর বিভাগ: ডাউন ট্রেন: 34712, 34714, 34716; আপ ট্রেন: 34711, 34713, 34715, 34717
শিয়ালদহ – ডায়মন্ড হারবার বিভাগ: ডাউন ট্রেন: 34812, 34814, 34816; আপ ট্রেন: 34811, 34813, 34815
শিয়ালদহ – ক্যানিং বিভাগ: আপ ট্রেন: 34511, 34513
সোনারপুর – ক্যানিং বিভাগ: ডাউন ট্রেন: 34352, 34354
শিয়ালদহ – সোনারপুর বিভাগ: ডাউন ট্রেন: 34412, 34424, 34426; আপ ট্রেন: 34411
শিয়ালদহ – বজবজ বিভাগ: ডাউন ট্রেন: 34112, 34114; আপ ট্রেন: 34111, 34113
শিয়ালদহ – বারুইপুর বিভাগ: ডাউন ট্রেন: 34612, 34614; আপ ট্রেন: 34611, 34613
শিয়ালদহ – হাসনাবাদ বিভাগ: ডাউন ট্রেন: 33512, 33514; আপ ট্রেন: 33511
বারাসাত – হাসনাবাদ বিভাগ: ডাউন ট্রেন: 33312; আপ ট্রেন: 33311, 33313
সোনারপুর – বারুইপুর – ডায়মন্ড হারবার বিভাগ: ডাউন ট্রেন: 34882, 34892; আপ ট্রেন: 34891, 34881
বারুইপুর – লক্ষ্মীকান্তপুর বিভাগ: ডাউন ট্রেন: 34334; আপ ট্রেন: 34331
প্রাথমিকভাবে সোমবার সকাল থেকে এই কয়েকটি লোকাল ট্রেন বাতিল রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পূর্ব রেলের শিয়ালদহ শাখা থেকে জানানো হয়েছে, ঝড়ের পরিস্থিতি কেমন থাকছে তা বিবেচনা করে পরবর্তীতে ট্রেন বাতিল বা সময়সূচিতে বদলের বিষয়ে জানানো হবে।
উল্লেখ্য, রবিবারও ঝড়-বৃষ্টির কথা মাথায় রেখে হাওড়া ও শিয়ালদহ দুই স্টেশন থেকেই প্রচুর লোকাল ট্রেন বাতিল রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। রেমালের দুর্যোগের আশঙ্কা থেকে ঝড়ের সময় ট্রেন বেলাইন হওয়া আটকাতে, রেলের বগিগুলিকে লোহার চেন দিয়ে তালা দিয়ে দেওয়া হয়েছিল শালিমার রেল ইয়ার্ডে। রেলের ট্র্যাকে বসানো হয়েছিল স্টপার।