তীব্র জলকষ্ট ৯৫ নম্বর ওয়ার্ডের বিক্রমগড়ে

গরম পড়তেই শহরে দেখা দিয়েছে তীব্র জলকষ্ট। কলকাতা পুরসভার ৯৫ নম্বর ওয়ার্ডের বিক্রমগড় এলাকার তীব্র জলকষ্টে ভুগছেন এলাকাবাসী। এদিকে সূত্রে খবর, গত ৫ এপ্রিল থেকে এলাকার ডিপ টিউবওয়েল মেরামতির কাজ চলছে। সেই কারণে এতদিন ধরে বন্ধ রয়েছে এলাকার জল পরিষেবা। এলাকাবাসীরা জানাচ্ছেন, পুরসভার তরফে বাড়িতে এসে জল দিয়ে যাওয়া হচ্ছে দিনে দু’বার। কিন্তু সেই জল পর্যাপ্ত নয়। শুধু তাই নয় যে জল মিলছে তাতে বালির অস্তিত্ব অনুভব করছেন এলাকাবাসী। স্থানীয়দের অভিযোগ, ‘এই জল দিয়ে ঘরের অন্যান্য কাজ করা যায় বটে, তবে কোনওভাবেই এই জল পানের যোগ্য নয়।’
এদিকে ৯৫ নম্বর ওয়ার্ডের এই জলকষ্টের ঘটনাকে উল্লেখ করে টুইট করেছেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। এলাকার কাউন্সিলর তপন দাশগুপ্ত এবং মন্ত্রী অরূপ বিশ্বাসের কাজের সমালোচনাও করেন তিনি। তবে এলাকার কাউন্সিলর তপন দাশগুপ্ত জানান, ডিপ টিউবয়েলের সমস্যা রয়েছে সেটা মেরামতির কাজ চলছে। তিনি দাঁড়িয়ে থেকেই সব কাজ করাচ্ছেন। এলাকায় মানুষের বাড়িতে জল পৌঁছে দিচ্ছেন।  সঙ্গে এও জানান,এলাকার মানুষের যদি সত্যি কোন জলকষ্ট হয় এবং সেটা জানান তাঁরা। তাহলে তিনি কাউন্সিলর পদ থেকে ইস্তফা দেবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × 1 =