গত কয়েকদিন ধরে আইপিএল জ্বরে জর্জরিত কলকাতা। এই জ্বরের সংক্রমণ শুরু আইসিসি চ্যাম্পিয়ানস ট্রফি শেষ হওয়ার পরই। তখন থেকেই শহরবাসী দিন গুণছিলেন আইপিএল উদ্বোধনের। অবশেষে সেই মাহেন্দ্রক্ষণ উপস্থিত হল শনিবার সন্ধে ৬টায়। শুধু উদ্বোধনী অনুষ্ঠানই নয়, এদিন আইপিএল-এর প্রথম ম্যাচে মুখোমুখি কলকাতা নাইচ রাইডার্স আর আরসিবি। কলকাতায় উদ্বোধনী অনুষ্ঠান, তার ওপর কেকেআর-এর ম্যাচ, ফলে শাহরুখ খান উপস্থিত থাকবেন না তা একপ্রকার অসম্ভব। ফলে খুব স্বাভাবিক নিয়মেই এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে হাজির থাকতে দেখা গেল কিং খানকে। শুধু কিং খান-ই বা বলি কী করে, সঙ্গে উপস্থিত ছিলেন শ্রেয়া ঘোষাল, দিশা পাটানি, করণ আউজলা। এছাড়াও ছিলেন আরও অনেকেই। এককথায় চাঁদের হাট বসেছিল এদিন ইডেনে। তবে শাহরুখ যেখানে উপস্থিত সেখানে সার্চলাইটের সব আলোটাই যে তিনি-ই শুষে নেবেন এটা বোধহয় আলাদা করে বলার দরকার পড়ে না। আর হলও তাই!উদ্বোধনীা অনুষ্ঠানে গোটা মাঠের আলো নিভিয়ে দেওয়ার সঙ্গে তাঁর ওপর পড়ল আলো। আর সঙ্গে সঙ্গে গোটা মাঠজুড়ে তৈরি হল ‘শাহরুখ’, ‘শাহরুখ’ শব্দব্রহ্ম। আগে থেকেই ঠিক ছিল যে শাহরুখের সঞ্চালনাতেই উদ্বোধনী অনুষ্ঠান শুরু হবে। লাল, নীল, হলুদ, সবুজ আলোর ঝলকানির সঙ্গে আর বাদশার উদ্বোধনী বার্তায় ইডেন তখন আক্ষরিক অর্থেই রূপ পেল স্বর্গোদ্যানের।
এদিন প্রথমেই আঠারোতম আইপিএল আয়োজনের জন্য ভারতীয় ক্রিকেট বোর্ডকে ধন্যবাদ জানান শাহরুখ। এরপর বলেন, ‘আইপিএল বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট ইভেন্ট।’ তবে এরপরই শাহরুখের সেই বিখ্যাত পাঠান ছবির সংলাপ যা গোটা ইডেনকে পৌঁছে দেয় ভিন্ন এক মাত্রায়। ‘পার্টি পাঠান কে ঘর রাখোগে তো মেহমান নাওয়াজি কে লিয়ে পাঠান খুদ আয়োগা অউর পাটাকে ভি লায়েগা।’ কলকাতায় পা রাখার পরই নিজের সোশ্যাল মিডিয়ায় এই বার্তাটি দিয়েছিলেন শাহরুখ। এবার যেহেতু ইডেনেই হচ্ছে ১৮ তম আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠান সম্ভবত তা মাথায় রেখেই এমনই এক বার্তা সবাইকে দিতে চেয়েছেন কিং খান।
কলকাতাবাসীর ‘হার্টথ্রব’ শাহরুখ একাই যখন মন জয় করে নিয়েছেন কলকাতাবাসীর তখনই মঞ্চ মাতালেন শ্রেয়া ঘোষাল। ঘরের মেয়ে, তাঁর জন্য আলাদা একটা জায়গা আছে বাঙালি হৃদয়ে। এদিন আইপিএলের ১০টি দলের জন্য ১০টি আলাদা গান গাইলেন শ্রেয়া। সব শেষে তাঁকে সুরকার এআর রহমানের গাওয়া ‘বন্দেমাতরম’ গাইতে শোনা গেল। সব মিলিয়ে ইডেন মাতিয়ে দিলেন শ্রেয়া। এরপর মঞ্চে এলেন দিশা আর করণ আউজলা। প্রতিভাশালীদের বাঙালি সম্মান দিতে জানে। তা এদিন আরও একবার প্রতিফলিত হল দিশা আর আউজলার ক্ষেত্রেও।
তবে এদিন ইডেন দেখল অ্যানামরফিক প্রজেকশন। যার মধ্য দিয়ে প্রতিটি দলের লোগো ফুটে উঠল ইডেনে। তবে এদিন ইডেনের দর্শদকদের জন্য অপেক্ষা করছিল দারুণ আরও কিছু মুহূর্ত। এদিনের মঞ্চে রিঙ্কু ও কোহলির সঙ্গে নাচলেন শাহরুখ। প্রথমে ‘লুট পুট গয়া’ গানে নাচলেন রিঙ্কু ও শাহরুখ। তা দেখে হেসে ফেলেন কোহলি। পরে ‘পাঠান’ গানে নাচেন কোহলি ও শাহরুখ। সব মিলিয়ে আইপিএল-এর উদ্বোধনী অনুষ্ঠান চেটেপুটে উপভোগ করল শহরবাসী। সঙ্গে শুরু হল ক্রিকেটের এক রাজসূয় যজ্ঞও।