শাহজাহান জামিন পেলে লন্ডনে চলে যেতে পারেন, আশঙ্কা ইডির আইনজীবীর

শেখ শাহজাহান জামিন পেলে লন্ডনে চলে যেতে পারেন, এমনই আশঙ্কার কথা আদালতে জানানো হল ইডির তরফ থেকে। আদালত সূত্রে খবর, শুক্রবার সন্দেশখালির শেখ শাহজাহানের আগাম জামিন মামলার শুনানি ছিল আদালতে। সেই মামলার শুনানিতে এদিন ফের একবার শাহজাহানের আগাম জামিনের বিরোধিতা করা হয় ইডির তরফ থেকে। তখনই এই আশঙ্কার কথা শোনান ইডির আইনজীবী। ইডির তরফে আইনজীবী জানান, ‘আগাম জামিনের বিরোধিতা করা হচ্ছে কারণ, জামিন পেলে যদি লন্ডনে চলে যান, তাহলে মামলা ভেস্তে যেতে পারে।’ একইসঙ্গে আদালতে ইডির তরফে এই প্রশ্নও তোলা হয় যে দোষী না হলে, কেন পালিয়ে বেরোচ্ছেন শেখ শাহজাহান? ইডির আইনজীবী এদিন শাহজাহানের নামের সঙ্গে একাধিক বিশেষণ যুক্ত করা হয়। শাহজাহানের প্রসঙ্গে বলতে গিয়ে ইডির আইনজীবী বলেন, তিনি ‘ব্লু আয়েড বয়’, ‘টক অব দ্য টাউন’। শাহজাহানের আগাম জামিনের আবেদনের বিরোধিতা করে ইডি এদিন আবারও তদন্তকারী ইডি আধিকারিকদের উপর উন্মত্ত জনতার চড়াও হওয়ার প্রসঙ্গ টেনে আনা হয়। এরই রেশ ধরে আদালতে এও বোঝানো হয়, শাহজাহান ক্ষমতাবান। প্রয়োজনে তিনি পনেরো মিনিটে তিন হাজার লোক জড়ো করে ফেলতে পারেন।

এমনকী স্থানীয় স্তরে শাহজাহানের বিরুদ্ধে অতীতে অপরাধের অভিযোগের পরেও যে শাহজাহান অধরা এমন ঘটনাও এদিন ইডির তরফ থেকে আনা হয় আদালতের সামনে। ইডির আইনজীবী এদিন দাবি করেন, ‘পুরনো অপরাধের রেকর্ড রয়েছে। খুনের ধারাতে মামলার পরেও গ্রেফতার হয়নি শাহজাহান।’ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আইনজীবী আরও বলেন, ‘সরকারি দফতরে হামলার ঘটনাতেও শাহজাহানের সরাসরি যোগ রয়েছে। এই মামলাতে পুলিশের তরফে তাকে ফেরার ঘোষণা করা হয়েছে।’ ইডির তরফে দাবি করা হয়, অন্তত চারটি এফআইআর রয়েছে শাহজাহানের বিরুদ্ধে সাম্প্রতিক অতীতে। এর মধ্যে রয়েছে খুন, খুনের চেষ্টা, বেআইনি জমায়েত, সরকারি কর্মীকে মারধর ও কাজে বাধা দেওয়ার অভিযোগ, দাবি ইডির আইনজীবীর। আগেও শুনানির সময়ও শাহজাহানের আইনজীবীকে বলতে শোনা গিয়েছিল , তাঁর মক্কেলকে যেন সমন ইস্যু করা না হয়, কিংবা বলা হোক আগাম জামিনের আবেদনের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত যেন তাঁর মক্কেলকে গ্রেফতার করা না হয়। আদালত সূত্রে খবর, শুক্রবারও মামলার শুনানির সময় শাহজাহানের আইনজীবী আইনি রক্ষা কবচ চান তাঁর মক্কেলের জন্য। তদন্তে সহযোগিতারও আশ্বাস দেন শাহজাহানের আইনজীবী।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

14 + 3 =