জয় পার্সোনাল কেয়ারের টিভি ক্যাম্পেনে জুটি বাঁধলেন শাহরুখ খান আর সানিয়া মালহোত্রা

আরএসএইচ গ্লোবালের অধীনে থাকা ভারতের নিজস্ব পার্সোনাল কেয়ার ব্র্যান্ড জয় পার্সোনাল কেয়ার, এক নতুন ক্যাম্পেইন চালু করল জয় লেমন ফেসওয়াশের জন্যে। এই ক্যাম্পেনে অংশ নিচ্ছেন বলিউডের প্রবাদপ্রতিম অভিনেতা শাহরুখ খান ও সানিয়া মালহোত্রা। এই ক্যাম্পেনে এও বলা হচ্ছে, লেবুর উপকারিতায় সমৃদ্ধ এই ফেসওয়াশ কার্যত মলিনতা দূর করে এবং ত্বককে গভীরে গিয়ে পরিষ্কার করে, ফলে এটা হয়ে ওঠে ত্বকের পরিচর্যার রুটিনের অবিচ্ছেদ্য অঙ্গ। অ্যাকটিভ ফ্রুট বুস্টারের সাহায্যে এটা ত্বককে নতুন করে তোলে, ফলে মুখটা দেখায় আরও তাজা আরও উজ্জ্বল।

এই হালকা মেজাজের টিভি ক্যাম্পেইনে শাহরুখ খান আর সানিয়া মালহোত্রার মধ্যে তুলে ধরা হয়েছে এক মজার কথোপকথন। সানিয়া মুখে গুপ লাগিয়ে বিশ্রাম নিচ্ছেন, এমন সময় এসআরকে প্রবেশ করে হকচকিয়ে যান। সানিয়া মজা করে শাহরুখের চিরপরিচিত দুদিকে হাত ছড়ানো ভঙ্গিটা নকল করেন এবং বলেন তিনি মুখে ওটা লাগিয়েছেন আরও উজ্জ্বল চেহারা পাওয়ার জন্যে। এসআরকে হেসে জয় লেমন ফেসওয়াশকে চূড়ান্ত ত্বক পরিচর্যা সমাধান হিসাবে সানিয়ার সামনে তুলে ধরেন। সঙ্গে বলা হয়, অ্যাকটিভ ফ্রুট বুস্টার আর লেবুর নির্যাসের মিলি গ্লোবিউলে সমৃদ্ধ, ক্ষতিকর কেমিকাল মুক্ত এই ফেসওয়াশ অশুদ্ধি দূর করে, ত্বককে তরতাজা করে তোলে এবং ঔজ্জ্বল্য বাড়ায়। ফলে এটা যে কোনো ত্বক পরিচর্যা রুটিনের অবিচ্ছেদ্য অঙ্গ। এই টিভি ক্যাম্পেইন শেষ হয় এসআরকের চিরপরিচিত মনোমুগ্ধকর ভঙ্গি দিয়ে, যা জয়ের প্রতিশ্রুতি – প্রাকৃতিকভাবে সুন্দর – মনে করিয়ে দেয়।

সংস্থার তরফ থেকে জানানো হয়েছে, এই ফিল্মকে আরও ছড়িয়ে দেওয়া হবে টিভি, ইউটিউব, সোশাল মিডিয়া ও অন্যান্য ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে।

এই টিভি ক্যাম্পেইনের লঞ্চ সম্পর্কে জয় পার্সোনাল কেয়ার (আরএসএইচ গ্লোবাল) এর কো-ফাউন্ডার অ্যান্ড চেয়ারম্যান সুনীল আগরওয়াল বলেন, ‘জয় লেমন ফেসওয়াশ আমাদের ফ্ল্যাগশিপ গ্রীষ্মকেন্দ্রিক প্রোডাক্ট। এটা বিশেষ করে ভারতের খেয়ালি গ্রীষ্মপ্রধান জলবায়ুর জন্যে বানানো হয়েছে। প্রচণ্ড গরমের চ্যালেঞ্জের মোকাবিলা করার জন্যে এই ফেসওয়াশ ডিজাইন করা হয়েছে। এই প্রাকৃতিক ফেসওয়াশ এক মৃদু অথচ কার্যকরী সমাধান জোগায়। ত্বককে শুকনো না করেই গভীরে গিয়ে পরিষ্কার করে। আমাদের ক্যাম্পেইনের লক্ষ্য আরও বেশি দর্শকের কাছে পৌঁছনো এবং গ্রীষ্মের ত্বক পরিচর্যা রুটিনে জয় লেমন ফেসওয়াশের কার্যকারিতা ও প্রাত্যহিক প্রাসঙ্গিকতার উপর জোর দেওয়া। শাহরুখ খান আর সানিয়া মালহোত্রা একসাথে এই ক্যাম্পেনে যোগ দেওয়ায় এই বার্তা দেওয়ার ক্ষেত্রে অনেকটাই সুবিধা হবে।’

এই নতুন ক্যাম্পেইন সম্পর্কে চিফ মার্কেটিং অফিসার অফ জয় পার্সোনাল কেয়ার (আরএসএইচ গ্লোবাল) পৌলমী রায়ের বক্তব্য,’ আমাদের সাম্প্রতিকতম জয় লেমন ফেসওয়াশ টিভি ক্যাম্পেনে শাহরুখ খান আর সানিয়া মালহোত্রাকে ফেরত পেয়ে আমরা অত্যন্ত খুশি এবং উত্তেজিতও।’ সঙ্গে এও জানান, ‘এখন তাপমাত্রা বাড়ছে আর রোদে বেরনোও বাড়ছে। ব্রেকআউট, আনইভন টোন, অশুদ্ধি আর মলিনতার সমস্যাও বাড়ছে। এই ক্যাম্পেন কেবল এই চ্যালেঞ্জগুলোর মোকাবিলাই করে না, ত্বককে সুরক্ষা ও পুষ্টি দিতে আমাদের প্রোডাক্টের কার্যকারিতাও তুলে ধরে। এরকম প্রভাবশালী ব্যক্তিত্বদের সঙ্গে জোট বাঁধার ফলে আমরা আরও বেশি মানুষের কাছে পৌঁছতে পারব এবং ত্বকের পরিচর্যায় আমাদের ব্র্যান্ডের উপস্থিতি আরও শক্তিশালী হবে।’

সর্বোপরি শাহরুখ খান এই ক্য়াম্পেইন  সম্পর্কে জানান, ‘আমি জয় ফেসওয়াশের সঙ্গে সম্পর্ক বজায় রাখতে পেরে অত্যন্ত আনন্দিত। ত্বকের পরিচর্যা গুরুত্বপূর্ণ, বিশেষ করে গ্রীষ্মকালে। সেখানে জয়ের প্রাকৃতিক ফর্মুলাগুলো সাধারণ ত্বকের সমস্যাগুলোর কার্যকরী সমাধান জোগায়। সত্যিকারের সৌন্দর্য আর প্রকৃত সমাধানের প্রতি তাদের জোর দেওয়ার ব্যাপারটাকে আমি খুব পছন্দ করি। তাদের যাত্রায় আবার সঙ্গী হতে পেরে খুব ভাল লাগছে।’

এর পাশাপাশি সানিয়া মালহোত্রাও প্রায় একই সুরে জানান, ‘জয় পার্সোনাল কেয়ারের ক্যাম্পেইন আর শাহরুখ খানের সঙ্গে কাজ করা দারুণ অভিজ্ঞতা। জয়ের লেমন ফেসওয়াশ গ্রীষ্মকালের জন্যে নিখুঁত, যা মলিনতা ও ট্যানিংয়ে সাহায্য করে। আমি এই ক্যাম্পেনের অংশ হতে পেরে এবং এর বার্তা প্রত্যেকের জীবনে পৌঁছে দিতে পেরে আনন্দিত।’

এখানেই শেষ নয়, সনিয়া এই প্রসঙ্গে এও বলেন, ‘জয় পার্সোনাল কেয়ার সৌন্দর্যের অস্বাভাবিক মাপকাঠির প্রচার না করে প্রাকৃতিক সৌন্দর্য উদযাপন করতে দায়বদ্ধ। স্বাস্থ্যকর, পরিপুষ্ট ত্বকের চাই দৈনিক পরিচর্যা, আর জয় লেমন ফেসওয়াশ ঠিক সেটাই জোগাতে ডিজাইন করা হয়েছে। প্রাকৃতিক উপাদানে সমৃদ্ধ এই ফেসওয়াশ অশুদ্ধি দূর করতে, মলিনতা কাটাতে এবং ব্রেকআউট কমাতে সাহায্য করে – ফলে আপনার ত্বকের স্বাস্থ্য ও সতেজতার দিকে যাত্রার পথ খুলে যায়।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

sixteen + 16 =