সন্দেহভাজন এক বাংলাদেশির বিরুদ্ধে থানায় অভিযোগ খোদ শান্তার

নিজে বাংলাদেশি হয়ে শান্তা পাল সন্দেহভাজন বাংলাদেশির বিরুদ্ধে থানায় গিয়ে নালিশ করার পাশাপাশি ওই ব্যক্তির বিরুদ্ধে যাতে এফআইআর করা হয়, তার জন্য আর্জিও জানান। এদিকে তিনি নিজেকে কলকাতার গল্ফগ্রিনের বাসিন্দা বলে পরিচয় দিয়েছিলেন সেই অভিযোগপত্রে, এমনটাই খবর কলকাতা পুলিশ সূত্রে।

তদন্তে নেমে এও জানা যাচ্ছে, নিউ আলিপুরে একটি ফ্ল্যাট কেনার পরিকল্পনা করছিলেন শান্তা। ওই ফ্ল্যাটের ইন্টিরিয়র ডেকরেশনের জন্য এক ব্যক্তির সঙ্গে তিনি যোগাযোগ করেছিলেন। অভিযোগ, ওই ব্যক্তি চুক্তি অনুযায়ী ফ্ল্যাটের অন্দরসজ্জা করেননি। তার জন্য প্রায় ৭৮ লক্ষ টাকা ক্ষতি হয় শান্তার। ওই ব্যক্তির ঠিকানা ঠাকুরপুকুর থানা এলাকায়। তাঁর বিরুদ্ধে ঠাকুরপুকুর থানায় অভিযোগ দায়ের সময়ে শান্তা নিজেকে গল্ফগ্রিন থানা এলাকার রাজেন্দ্রপ্রসাদ কলোনির বাসিন্দা বলেছিলেন অভিযোগপত্রে।

পুলিশ সূত্রে খবর, অভিযোগপত্র শান্তা জানিয়েছিলেন, ওই হোম ডেকর সংস্থার কর্ণধার জালিয়াতি করে ভারতীয় পরিচয়পত্র তৈরি করেছিলেন। আসলে তিনি বাংলাদেশি। শান্তার অভিযোগের প্রেক্ষিতে ওই ব্যক্তির বিরুদ্ধে জেনারেল ডায়েরি করে থানা। পরবর্তীতে ফের শান্তা ঠাকুরপুকুর থানার দ্বারস্থ হন। সেই জিডিকে যাতে এফআইআর হিসেবে রুজু করা হয়, তার জন্যে শান্তা প্রায়শই দরবার করেন। এ দিকে যে ফ্ল্যাটের কথা ওই অভিযোগপত্র জানিয়েছিলেন শান্তা, ওই ফ্ল্যাটটি তালা দেওয়া অবস্থায় রয়েছে। তিনি ওই ফ্ল্যাটটি কিনেছিলেন, নাকি ভাড়া নিয়েছিলেন, সে বিষয়ে খোঁজখবর শুরু হয়েছে। শান্তার আয়ের উৎস খতিয়ে দেখতে, ব্যাঙ্কের সঙ্গেও যোগাযোগ করেছে লালবাজার।

এদিকে শান্তাকে নিয়ে তদন্ত যত এগোচ্ছে, ততই নিত্যনতুন কীর্তি ফাঁস হচ্ছে। ঠাকুরপুকুর থানায় জানানো তাঁর ওই অভিযোগের প্রেক্ষিতে, কলকাতায় তিনি আরও যে দুজায়গায় আস্তানা তৈরির চেষ্টা করছিলেন, তাও সামনে এসেছে তদন্তে। কলকাতায় ২০২২ সাল থেকে বিভিন্ন এলাকায় ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকতে শুরু করেন ওই তরুণী। পার্ক স্ট্রিট থানায় তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের হওয়ার পরে শান্তার বাংলাদেশি পরিচয় সামনে আসে। তার ভিত্তিতে যাদবপুরের বিজয়গড়ের ভাড়ার ফ্ল্যাট থেকে সম্প্রতি শান্তাকে গ্রেপ্তার করে পুলিশ। এদিকে এই গ্রেপ্তারি নিয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর প্রশ্ন, বাংলাদেশি হিন্দু ধর্মালম্বী যে মডেল এখানে ধরা পড়েছেন, তাকে বিজেপি কি বলবে, অনুপ্রবেশকারী না শরণার্থী?’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × 4 =