প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় জামিন শান্তনুর

প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় জামিন পেলেন বহিষ্কৃত তৃণমূল যুব নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায়। এই জামিন মঞ্জুর করল সিবিআই বিশেষ আদালত। তবে জামিন পেলেও এখনই জেলমুক্তি হচ্ছে না শান্তনুর। শুধু তাই নয়, সিবিআই বিশেষ আদালত শান্তনুর ওপর বেশ কিছু শর্তও আরোপ করেছে। আদালত সূত্রে খবর, জামিন মঞ্জুর হওয়ার কথা শুনে আদালতেই কেঁদে ফেলতে দেখা যায় শান্তনুকে।

প্রসঙ্গত, প্রাথমিক নিয়োগ দুর্নীতির অন্যতম কারিগর হিসাবে সিবিআই-এর তদন্তে উঠে আসে শান্তনুর নাম। চার্জশিটে সেই বিষয়টিও উল্লেখ করা হয়েছিল সিবিআইয়ের তরফ থেকে। কিন্তু এখনও পর্যন্ত বিচারপ্রক্রিয়া শুরু না হওয়ায়, সেটাকেই ‘গ্রাউন্ড’ হিসাবে দেখানো হয় শান্তনুর তরফ থেকে। সেই কারণেই শান্তনুর জামিন মঞ্জুর করে আদালত। এই প্রসঙ্গে বলে রাখা শ্রেয়, এর আগে প্রাথমিক নিয়োগে তিনি ইডির মামলা থেকেও জামিন পেয়েছিলেন। ফলে এ বার জেল থেকে বেরোতে পারবেন শান্তনু।  এই নিয়ে প্রাথমিকের নিয়োগ মামলায় মোট ছ’জন অভিযুক্ত জামিন পেলেন।

প্রাথমিক মামলায় নাম জড়ানোর পর ২০২৩ সালে শান্তনুকে গ্রেফতার করেছিল ইডি। পরে এই মামলায় সিবিআইও তাঁকে হেফাজতে নেয়। দুর্নীতিতে নাম ওঠার পর তাঁকে দল থেকে বহিষ্কার করে তৃণমূল। কালীঘাটের ‘কাকু’ ওরফে সুজয়কৃষ্ণ ভদ্রের বিতর্কিত অডিয়োতেও শান্তনুর গলা শোনা গিয়েছিল বলে দাবি করে সিবিআই। অডিয়োর সঙ্গে মেলানোর জন্য শান্তনুর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করেছিল সিবিআই। এই নমুনা পরীক্ষার জন্যও পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

17 − 11 =