মতুয়া মহাসঙ্ঘের দায়িত্ব নিয়ে বিভ্রান্তি দীর্ঘদিনের। তবে সম্প্রতি বিষয়টি প্রকাশ্যে আসে কলকাতা প্রেস ক্লাবে করে সাংবাদিক বৈঠক করে তৃণমূলের রাজ্যসভার সাংসদ মমতাবালা ঠাকুর য়খন অভিযোগ করেন, ভুয়ো মহাসঙ্ঘ চালাচ্ছেন কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর। এমনকী অবৈধভাবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলে ১ কোটি ৪৫ হাজার টাকা জমা করার অভিযোগও তুলেছেন শান্তনু ঠাকুরের বিরুদ্ধে। এর পাল্টা অভিযোগ সামনে এনেছেন শান্তনুও। এবার সেই ইস্যুতেই মামলা হল কলকাতা হাইকোর্টে। আদালত সূত্রে খবর, সোমবার মামলা করেন শান্তনু ঠাকুর। আগামী বুধবার বিচারপতি জয় সেনগুপ্তের বেঞ্চে সেই মামলার শুনানি হবে বলে জানা গিয়েছে। আইনজীবী ময়ূখ মুখোপাধ্যায় মামলা করার অনুমতি চেয়ে বিচারপতি জয় সেনগুপ্তের একক বেঞ্চের দ্বারস্থ হন। এরপর মামলার অনুমতি মেলে।
উল্লেখ্য, গাইঘাটার ঠাকুরনগরে রয়েছে ‘অল ইন্ডিয়া মতুয়া মহাসঙ্ঘ’ নামে দুটি সংগঠন। একটির সঙ্ঘাধিপতি হিসেবে রয়েছে মমতাবালার নাম আর অন্যটি শান্তনুর। মমতাবালার দাবি, শান্তনুর সংগঠনটি আসল নয়। আসল মহাসঙ্ঘ চালান তিনিই। একইসঙ্গে মমতাবালা এও দাবি করেন, মহাসঙ্ঘের রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলেছেন শান্তনু আর তাতে প্রায় ১ কোটি ৪৫ হাজার টাকা অবৈধ ভাবে জমা করা হয়েছে। মমতাবালা চান, পুলিশ ওই টাকার সূত্র খুঁজে বের করুক।
অন্যদিকে, শান্তনুর দাবি, অল ইন্ডিয়া মতুয়া মহাসঙ্ঘের পরিচালনার দায়িত্ব থাকে ঠাকুর পরিবারের ছেলেদের হাতে, পুত্রবধূরা দায়িত্ব পান না। তাই শান্তনু ঠাকুরের দাবি, মমতাবালার সংগঠনটাই ভুয়ো।