লোকসভা নির্বাচনে টিকিট না পেয়ে অভিমান শান্তনুর

অনেকের সঙ্গে লোকসভায় টিকিট পাননি ডাঃ শান্তনু সেনও। তাতে তাঁর মনে খানিকটা অভিমান হয়েছতা অকপটে স্বীকার করে নিতেও দেখা গেল রাজ্যসভার প্রাক্তন এই সাংসদকে। রাজ্যসভার সাংসদ  পদ সদ্য শেষ হওয়ার পর নতুন করে আর মনোনয়ন দেয়নি দল। আশা ছিল মিলতে পারে লোকসভার টিকিট। কিন্তু, গত রবিবার ব্রিগেড থেকে ৪২ আসনের প্রার্থী তালিকা ঘোষণা করেছে বাংলার শাসকদল তৃণমূল কংগ্রেস। কিন্তু, তাতে নাম নেই সদ্য প্রাক্তন সাংসদ শান্তনু সেনের।

সম্প্রতি মেয়াদ শেষ হলেও রাজ্যসভাতে তাঁকে যে আর দলের তরফ থেকে পাঠানো হয়নি তাতেও খারাপ লাগা রয়েছে, বলছেন শান্তনু। এই প্রসঙ্গে তিনি অকপটে জানান, ‘মমতা বন্দ্যোপাধ্য়ায়কে দেখে আমি দল করি। তিনি আমায় রাজ্যসভায় পাঠিয়েছিলেন। আমি পরিসংখ্যান তুলে বলতে পারি রাজ্যসভায় প্রাণপাত করে দলের জন্য কাজ করেছি। বিজেপির বিরুদ্ধে উগ্রভাবে আন্দোলন করেছি। দল যা বলেছে সেই নির্দেশ পালন করেছি। ভালভাবে কাজ করার পর ভেবেছিলাম পুনর্মনোনয়ন হবে। কিন্তু, কোনও কারণে দল সেটা করতে পারেনি।’ এরই পাশাপাশি তাঁর সংযোজন, ‘লোকসভার ক্ষেত্রেও স্বপ্ন দেখিনি তা নয়। যেহেতু পার্লামেন্টারি পলিটিক্সটা মন দিয়ে করেছিলাম তাই ভেবেছিলাম লোকসভায় জায়গা হতে পারে। সেটা হয়নি। মনে কিছুটা খারাপ লেগেছে, কষ্ট হয়েছে। আমি তৃণমূল কংগ্রেসটা প্রথমদিন থেকে করি। আমি আমার পেশাগত কাজ বাদ দিয়ে দিনের বাকি সময়টা তৃণমূলের জন্য নিয়োজিত করি। সিপিএমের হাতে মারও খেয়েছি। তাই আশা করে আশাহত হলে কষ্ট তো লাগবেই।’

তবে শান্তনু কিন্তু আস্থা রাখছেন দলেই। এই প্রসঙ্গে শান্তনু এও জানান, ‘কষ্টকে চেপে রেখে দল যা দায়িত্ব দেবে আগামীদিনে নিষ্ঠার সঙ্গে আমি পালন করব। মনে কষ্ট থাকলেও আমি কাজ করে যাব। আমার মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের প্রতি আস্থা আছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twenty − nine =