বাংলার তিন ফুটবল প্রধানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের দাবি শুভেন্দুর, চিঠি কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রীকেও

তৃণমূলের হয়ে বিধানসভা উপ নির্বাচনে প্রচারের যে সিদ্ধান্ত নিয়েছে বাংলার তিন ফুটবল প্রধানের কর্তারা তার বিরুদ্ধে কঠোর পদক্ষেপের দাবি জানালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সূত্রে খবর, এ ব্যাপারে কেন্দ্রীয় সরকার এবং কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী মনসুখ মাণ্ডব্যকে চিঠি লিখেছেন শুভেন্দু। সঙ্গে এও জানা গেছে, দলের তরফে মঙ্গলবার বাংলার তিন ফুটবল প্রধানের বিরুদ্ধে অভিযোগ জানানো হচ্ছে নির্বাচন কমিশনেও।

এ ব্যাপারে কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রীকে লেখা চিঠিতে শুভেন্দু লেখেন, ‘নৈহাটির আসন্ন বিধানসভা উপনির্বাচনের জন্য তৃণমূল প্রার্থী সনৎ দেকে সমর্থন করে প্রকাশ্যে ভিডিও বার্তা দিয়েছেন মোহনবাগান, ইস্টবেঙ্গল এবং মহামেডান স্পোর্টিংয়ের মতো ফুটবল এবং স্পোর্টিং ক্লাবের কিছু শীর্ষ কর্মকর্তা। যা বেনজির এবং অনৈতিক পদক্ষেপ।এরই রেশ ধরে  শুভেন্দু এও বলেন, ‘আইএফএ কেন্দ্র অনুমোদিত সংস্থা, এটা কোনও অটোনমাস নয়। তৃণমূল প্রার্থীর হয়ে এভাবে ওরা প্রকাশ্যে প্রচার করতে পারেন না। আইএফএর পশ্চিমবঙ্গ শাখার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। তাই ক্রীড়ামন্ত্রীকে বলেছি, অবিলম্বে প্রয়োজনীয় পদক্ষেপ করুন।

আগামী ১৩ নভেম্বর রাজ্যের ৬টি বিধানসভায় উপ নির্বাচন রয়েছে। ভোট হবে নৈহাটিতেও। সেখানে এবারে তৃণমূলের প্রার্থী সনৎ দে। ভোটের মুখে একটি ভিডিওয় তাঁর প্রশংসা পঞ্চমুখ হতে দেখা গিয়েছে মোহনবাগান, ইস্টবেঙ্গল এবং মহামেডান স্পোর্টিংয়ের প্রধান দেবাশিস দত্ত, দেবব্রত সরকার এবং মহম্মদ কামারুদ্দিনকে। সেই ভিডিও ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। এমনকী কলকাতার তিন ফুটবল প্রধানের মন্তব্য একত্রিত করে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সোশ্যাল মিডিয়া হ্যান্ডল এক্সয়ে সোমবার শেয়ার করা হয়। ভোটের মুখে তা নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি। এবার বিধিভঙ্গের অভিযোগে কমিশনের পাশাপাশি কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রীর দ্বারস্থ হলেন বিরোধী দলনেতা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

17 − 5 =