দোকান, রেস্তোরাঁ এবং বাণিজ্যিক কেন্দ্রগুলির সাইনবোর্ড লিখতে হবে বাংলায়, নির্দেশ কেএমসির

নতুন বছরের শুরুতেই কলকাতার দোকান, রেস্তোরাঁ এবং বাণিজ্যিক কেন্দ্রগুলির সাইনবোর্ড বাংলায় লিখতে হবে, এমনই নির্দেশ জারি করতে চলেছে কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন। অর্থাৎ, এবার কলকাতার দোকান, রেস্তোরাঁ এবং বাণিজ্যিক কেন্দ্রগুলির সাইনবোর্ড এবার দেখা যাবে বাংলায়। সূত্রে খবর, প্রত্যেক দোকানের সাইনবোর্ড বাংলায় লেখার নির্দেশকে বাধ্যতামূলক করতে চলেছে কেএমসি। কলকাতা পুরসভার এই সিদ্ধান্তে আমজনতার ধারনা, বাঙালি জাতিস্বত্তায় শান দিতে চাইছে পুর প্রশাসন।
তবে শুধু বাংলাতেই লিখতে হবে সাইনবোর্ড, এমনটাও ঠিক নয়। অন্য ভাষার পাশাপাশি সাইনবোর্ডে থাকবে বাংলা ভাষাও। এর জন্য় ইতিমধ্যেই বেঁধে দেওয়া হয়েছে সময়সীমাও। সংবাদমাধ্যমে পুরসভার এক আধিকারিক জানিয়েছেন, ২০২৫ এর ২১ ফেব্রুয়ারির মধ্যে এই কাজ শুরু করতে হবে। আর এই নির্দেশকে লাগু করতে ইতিমধ্যেই যোগাযোগ শুরু করা হয়েছে দোকানের মালিকদের সঙ্গেও।
গত অক্টোবরে তৃণমূল কাউন্সিলর বিশ্বরূপ দে কলকাতায় পুরসভার একটি বৈঠকে জানিয়েছিলেন সরকারি ও বেসরকারি অফিসের সমস্ত সাইনবোর্ডে অন্যান্য ভাষার পাশাপাশি বাংলা লেখা থাকা উচিত। এরই পাশাপাশি বাংলা ধ্রুপদী ভাষায় স্বীকৃতি পাওয়ার পর একই সুর শোনা গিয়েছিল মেয়র ফিরহাদ হাকিমের গলাতেও। কলকাতার মেয়র বলেছিলেন, ‘আগে বড় করে বাংলায় সাইন বোর্ড লিখুন। তারপর যে ভাষা পছন্দ, সেটা হিন্দি, উর্দু কিংবা ইংরেজি হোক সেই ভাষায় লিখতে পারেন। বাংলা ভাষাকে আগে গুরুত্ব দিন। রাজ্যের বেশিরভাগ মানুষ বাংলা বোঝেন। মাতৃভাষা বাংলা। তাই বাংলায় লিখলে সকলের বুঝতে সুবিধা হবে। সকলে গর্ব অনুভব করতে পারবেন।’ এই প্রসঙ্গে বলে রাখা শ্রেয়, বাম জমানাতেও একবার বাংলায় সাইন বোর্ড লেখার প্রসঙ্গ উঠেছিল কিন্তু সেই সময় তা হাতে কলমে সম্পন্ন হয়নি। এবার ফের বাংলায় সাইনবোর্ড লেখার উদ্যোগ নিয়েছে কলকাতা পুরসভা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twelve + 2 =