সোমবার দেশের বেশির ভাগ শহরে রুপোর দাম কমেছে। ভারতে সোনা ও রুপোর দাম অনেক কিছুর উপর নির্ভর করে ঠিক করা হয়। যেমন, দেশীয় টাকা ও ডলারের মূল্য, আন্তর্জাতিক বাজারে সোনার চাহিদা এবং দেশের অভ্যন্তরে থাকা বাজার দেখে ঠিক করা হয় সোনা ও রুপোর দাম। এছাড়া বিভিন্ন রাজ্যে ভিন্ন ভিন্ন করের হার থাকায় দামও ভিন্ন হয়ে থাকে। প্রথমে দেখে নেওয়া যাক কলকাতা সহ দেশের প্রধান শহরগুলিতে সোনার দাম।
সোমবার কলকাতায় ২২ ক্যারেট ১০ গ্রাম সোনার দাম রয়েছে ৫৪,২৫০ টাকা।
নয়াদিল্লিতে ২২ ক্যারেট ১০ গ্রাম সোনার দাম ৫৪,৪০০ টাকা।
মুম্বইতে ২২ ক্যারেট ১০ গ্রম সোনার দাম থাকল ৫৪,২৫০ টাকা।
চেন্নাইতে ২২ ক্যারেট ১০ গ্রাম সোনার দাম রয়েছে ৫৪,৫৫০ টাকা।
দেশে ১০ গ্রাম রুপোর দাম কমে দাঁড়িয়েছে ৭০৯ টাকায়।