প্যারিসে পদক জয়ের অন্যতম দাবিদার তিনি। অলিম্পিক্স ২০২৪-র শুরুটাও প্রত্যাশা মতই দাপটের সঙ্গে করলেন ভারতের তারকা শাটলার পিভি সিন্ধু। প্রতিযোগিতার প্রথম পর্বের ম্যাচে প্রতিপক্ষকে দাঁড়াতেই দিলেন না সিন্ধু। হেলায় হারালেন মলদ্বীপের প্রতিপক্ষকে। স্ট্রেট সেটে ম্যাচে জিতে প্রতিযোগিতার পরের রাউন্ডে জায়গা পাকা করে নিলেন সিন্ধু।
এদিন ম্যাচের শুরু থেকেই দারুণ ছন্দে পাওয়া যায় পিভি সিন্ধুকে। ভারতীয় শাটলারের অ্যাটাকের সামনে কোনও জবাবই ছিল মলদীপে ফতেমা আবদুল রাজ্জাকের। প্রথম সেট থেকেই নিজের অভিজ্ঞতার পরিচয় দিয়ে একের পর এক পয়েন্ট জিতে নেন সিন্ধু। প্রথম সেট ২১-৯ ব্যবধানে জেতেন সিন্ধু। দ্বিতীয় সেটেও ম্যাচর রাশ একেবারে নিজের হাতে নিয়ে নেন ভারতীয় শাটলার। ২১-৬ ব্যবধানে জেতেন তিনি।
এই জয়ের ফলে আত্মবিশ্বাস অনেকটাই বেড়ে গিয়েছে পিভি সিন্ধুর। ৩১ জুলাই তাঁর পরিবর্তী ম্যাচ। প্রতিপক্ষ এস্তোনিয়ার ক্রিস্টিন কুবা। ৩১ জুলাউ ভারতীয় সময় দুপুর ১২.৫০ থেকে শুরু হবে সিন্ধু পরবর্তী ম্যাচ। এই ম্যাচ জিততে পারলে সরাসরি প্যারিস অলিম্পিক্সের শেষ ষোলোয় জায়গা পাকা করে নেবেন ভারতের তারকা ব্যাডমিন্টন প্লেয়ার।