হল না পদক জয়ের হ্যাটট্রিক। অলিম্পিক্স থেকে ছিটকে গেলেন পিভি সিন্ধু। টোকিওয় যাঁকে হারিয়ে ব্রোঞ্জ জিতেছিলেন, প্যারিসে হারলেন তাঁর কাছেই!
আগের দুটি অলিম্পিক্সেই পদক জিতে পদক জিতেছিলেন সিন্ধু। প্যারিসেও ইতিহাসে পুনরাবৃত্তি হবে কি না তা নিয়েই চলছিল জল্পনা। কারণ, এবার পদক জয়ের অন্যতম দাবিদার ছিলেন তিনিই। প্রথম দুই রাউন্ডে জিতে আশা জাগিয়েছিলেনও। কিন্তু শেষরক্ষা হল না! টোকিও-তে চিনের হে বিং জিয়াও-কে হারিয়ে ব্রোঞ্জ জিতেছিলেন সিন্ধু, শেষ ষোলোয় প্রতিপক্ষ ছিলেন হে বিং জিয়াও-ই। এবার এবার ভারতীয় শাটলারকে স্ট্রেট সেটে হারিয়ে দিলেন তিনি।
এদিন ম্যাচে একেবারেই চেনা ছন্দে ছিলেন না সিন্ধু। সঙ্গে ফিটনেসের সমস্যাও। প্রথম গেমে অবশ্য লড়াই হাড্ডাহাড্ডি। কিন্তু দ্বিতীয় গেমে আত্মসমপর্ণ করেন সিন্ধু। খেলার চীনের হি বিং জিয়াওয়ের পক্ষে ১৯-২১, ১৪-২১।