বিকাশ ভবনের গেটের সামনে বিক্ষোভ এসএলএসটি-র চাকরিপ্রার্থীদের

মঙ্গলবার হঠাৎ-ই বিকাশ ভবনের গেটের সামনে বিক্ষোভ। বিক্ষোভে অংশ নেন এসএলএসটি নবম থেকে দ্বাদশ শ্রেণির চাকরি প্রার্থীরা। যদিও পরে পুলিশ এসে তাঁদের সেখান থেকে সরিয়ে দেয়। এরপর পুলিশের হস্তক্ষেপে তিনজনের একটি প্রতিনিধি দল বিকাশ ভবনে ডেপুটেশন জমা দিতে যান। এদিকে সূত্রে খবর, আইনি জটিলতা কাটিয়ে সুপার নিউমেরারি পোস্টে মেধা তালিকার সকলের নিয়োগ প্রদানের দাবি জানিয়ে এসএলএসটি-র নবম থেকে দ্বাদশ চাকরি প্রার্থীদের বিকাশ ভবনের গেটের সামনে এই বিক্ষোভ দেখান বলে জানা গিয়েছে।
এদিন বিক্ষোভকারীদের তরফ থেকে জানানো হয়,‘আমরা এসএলএসটি-র নবম থেকে দ্বাদশ চাকরিপ্রার্থীরা গত ৮৫০ দিনেরও বেশি গান্ধি মূর্তির পাদদেশে ধরনা অবস্থান চালিয়ে যাচ্ছি। সরকার বারে বারে আমাদের প্রতিশ্রুতি দিচ্ছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের সঙ্গে বৈঠক করেছেন। শিক্ষামন্ত্রীও বৈঠক করেছেন। কিন্তু বারে বারে আমাদের শুধুই প্রতিশ্রুতি-ই দিচ্ছেন সবাই। প্রতিশ্রুতি দিয়ে প্রতিশ্রুতির নামে প্রতারণা চলছে এবার। সরকার সদিচ্ছা দেখিয়ে সুপ্রিম কোর্টের আইনি জটিলতা কাটিয়ে সুপার নিউমেরারি পোস্ট নিয়োগের জন্য যে ছাড়পত্র দরকার সেটা সরকার করাচ্ছে না বা সদিচ্ছা দেখাচ্ছেন না।’ আর এখানেই তাঁদের দাবি, যে সুপার নিউমেরারি পোস্টে দ্রুত আইনি জটিলতা কাটিয়ে সুপ্রিম কোর্ট থেকে ছাড়পত্র এনে তাঁদের এই পোস্টে নিয়োগ দিন। এই দাবি নিয়ে তাঁদের এদিনের এই বিক্ষোভ বলে জানান আন্দোলনকারীরা। প্রসঙ্গত উল্লেখ্য, এর আগেও এসএলএসটি-র চাকরিপ্রার্থীদের বিকাশ ভবনের সামনে বিক্ষোভ দেখাতে দেখা গিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

18 − three =