মাধ্যমিক পরীক্ষা শুরুর আগেই হুঁশিয়ারি ২০১৬ সালে চাকরি পাওয়া শিক্ষক-শিক্ষিকাদের। সরকারের কোনও প্রতিনিধি কিংবা স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেখা না করলে মাধ্যমিক পরীক্ষা পরিচালনায় অংশগ্রহণ করবেন না বলে জানিয়ে দিলেন। সঙ্গে এও জানান, মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে চেয়েও মেইলও পাঠাচ্ছেন তাঁরা। আন্দোলনকারী শিক্ষক-শিক্ষিকরা এও জানান যে তাঁরা মুখ্যমন্ত্রীকে এই মেলে জানাচ্ছেন, মাধ্যমিক পরীক্ষায় গার্ড দেবেন না, খাতা দেখবেন না বলেও।
প্রসঙ্গত, নিয়োগ দুর্নীতি মামলায় কলকাতা হাইকোর্টের নির্দেশে ২০১৬ সালে নিয়োগপ্রাপ্ত ২৬ হাজার জনের চাকরি গিয়েছে। এর বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলার শুনানি রয়েছে সোমবার। এদিকে সোমবার থেকেই শুরু মাধ্যমিক পরীক্ষা। আর সেই কারণেই আন্দোলনরত শিক্ষক-শিক্ষিকারা বলছেন, হাতে সময় নেই। তাঁরা দ্রুত মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে চান। তাঁর হাতে বিভিন্ন নথি তুলে দিতে চান। সেই জন্য বৃহস্পতিবারই তাঁরা কালীঘাটে যাওয়ার কথা ভেবেছিলেন। তবে তা হয়ে ওঠেনি পুলিশি বাধায়। এরপরই শুক্রবার ধিক্কার দিবস পালন করছেন ওই শিক্ষক-শিক্ষিকরা।
এই প্রসঙ্গে আন্দোলনরত শিক্ষক-শিক্ষিকারা জানান, ‘২০১৬ সালের এসএলএসটি প্যানেলে যোগ্য শিক্ষক-শিক্ষিকার সংখ্যা ১৫ হাজার ৪০২ জন। আমরা ভোটের কাজের সঙ্গে জড়িত। একইসঙ্গে নির্বাচন পরিচালনার সঙ্গে জড়িত, মাধ্যমিক পরিচালনার সঙ্গে যুক্ত। এই মুহূর্তে আমরা যে অবস্থার মধ্যে রয়েছি, এই পরিস্থিতি আসত না। রাজ্য, স্কুল সার্ভিক কমিশন, মধ্যশিক্ষা পর্ষদের আইনজীবীরা কেন সত্যি কথা আদালতের সামনে তুলে ধরছেন না? কেন আমাদের বাঁচানোর জন্য সক্রিয় ভূমিকা পালন করছেন না? কেন একটা দফতরের তথ্যের সঙ্গে অন্য দফতরের তথ্যের গরমিল থাকবে? এটা তো আমাদের বিপদে ফেলতে পারে।’
এরই পাশাপাশি আন্দোলনকারীরা এও জানান, ‘আমরা ২৭ ডিসেম্বর থেকে অবস্থানে রয়েছি। আমরা বারবার দাবি জানিয়েছি, মুখ্যমন্ত্রী আমাদের সঙ্গে দেখা করুন। আমাদের কাছে এমন এমন তথ্য আছে, যা হয়তো আইনজীবীদের কাছেও নেই। সেই তথ্য তুলে ধরলেই হয়তো প্যানেল বেঁচে যাবে।’