সন্দেশখালি নিয়ে বিক্ষোভের মাঝেই অসুস্থ হয়ে পড়েন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। শুক্রবার সন্ধ্যায় হাসপাতালে সুকান্ত মজুমদারকে দেখতে গেলেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। বিজেপি রাজ্য সভাপতির সঙ্গে তাঁর বেশ কিছুক্ষণ কথা হয় বলে সূত্রে খবর। লোকসভা নির্বাচনের ঠিক আগে ফলে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে দেখতে যাওয়ার এই ঘটনায় বঙ্গ রাজনীতি সহ সমগ্র স্তরেই নিয়ে শুরু হয়েছে চর্চা। যদিও, বিজেপি সূত্রে খবর, নেহাত সৌজন্যের কারণে হাসপাতালে তাঁকে দেখতে গিয়েছেন সৌরভ। এর মধ্যে রাজনীতির কোনও বিষয় নেই।
প্রসঙ্গত, গত মঙ্গলবার সুকান্ত মজুমদারের নেতৃত্বে বসিরহাট এসপি অফিস অভিযান করে বিজেপি। সেখানে রাতভর ধরনা অবস্থা করেন সুকান্ত। পরে রাতে তাঁকে গ্রেফতার করা হয়েছিল। কিছুক্ষণের মধ্যে তাঁকে ছেড়ে দেওয়া হয়। এরপর রাতে টাকির একটি হোটেলে ছিলেন সুকান্ত মজুমদার। এরপর বুধবার সকাল থেকে ফের সন্দেশখালি অভিযান শুরু হয় তাঁর নেতৃত্বে। বুধবার সকালেই টাকিতে সন্দেশখালির ঘটনা নিয়ে একটি বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেন সুকান্ত মজুমদার। সেখানেই পুলিশের সঙ্গে ধ্বস্তাধ্বস্তি সময় একটি গাড়ির গাড়ির বনেটের উপর থেকে পড়ে যান সুকান্ত। এরপরই তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। তবে তাঁর উপর পুলিশি প্রহার চলেছে বলেও দাবি করা হয়েছে বিজেপির তরফে। এরপরেই কলকাতায় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে আসা হয় তাঁকে। সেখানেই নিউরোলজি বিভাগে ভর্তি করানো হয় তাঁকে। এমআরআই, সিটি স্ক্যানও করা হয়েছিল সুকান্ত মজুমদারের। বর্তমানে সেই হাসপাতালে চিকিৎসাধীন আছে তিনি।সেদিন থেকেই কলকাতার বাইপাসের কাছে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন সুকান্ত মজুমদার।