সাউথ ক্যালকাটা ল’ কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধের সিদ্ধান্ত নিয়েছিল কলেজের পরিচালন সমিতি। অবশেষে আদালতের নির্দেশে সোমবার থেকে খুলতে চলেছে কলেজ। তবে কলেজের ইউনিয়ন রুম থাকবে তালাবন্ধ। কলেজের তরফে আইনজীবী সোমনাথ মুখোপাধ্যায় জানান, ‘বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি স্মিতা দাসের ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছে, রাজ্যের সব কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের ইউনিয়ন রুম তালাবন্ধ থাকবে। একইসঙ্গে সাউথ ক্যালকাটা ল’ কলেজ পুনরায় খোলার আবেদন জানানো হয়েছিল। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে ডিভিশন বেঞ্চ নির্দেশ দেয়, পড়াশোনার জন্য কলেজ খোলা যাবে। এরপরই কলেজের তরফে পুলিশকে মেইল পাঠানো হয়। পুলিশের তরফে নো অবজেকশন এসেছে। শুধু দুটো জায়গা ব্যবহার করা যাবে না। একটা ইউনিয়ন রুম আর একটা গার্ড রুম। ওই দুটো না হলেও কলেজ চলে।’ এর পাশাাপশি আইনজীবী এও জানান, ‘পুলিশের তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছে , কোনও নথি প্রকাশ করতে পারব না।’ কলেজ খোলার নির্দেশকে স্বাগত জানিয়ে তিনি বলেন, ‘কোনও একটি ঘটনা ঘটেছে। সেটা বিচারাধীন। কিন্তু, ছাত্রবিরোধী কোনও কাজ আমরা করতে পারি না।’
প্রসঙ্গত, এর আগে কলেজ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। কেন কলেজ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হল, তা নিয়ে পরিচালন সমিতির কাছে রিপোর্টও চান তিনি। কলেজ কর্তৃপক্ষের তরফে তার উত্তরে জানানো হয়েছিল, তদন্তের স্বার্থে পুলিশ কলেজ ক্যাম্পাসকে সিল করে রেখেছে। তাই অনির্দিষ্টকালের জন্য কলেজ বন্ধ রাখা হয়েছে। এবার হাইকোর্টের নির্দেশ পাওয়ার পর খুলতে চলেছে এই আইন কলেজ। তবে কলেজে নিরাপত্তার জন্য কসবা থানাকে আবেদন জানানো হয়। কসবা থানার তরফ থেকে নিরাপত্তা দেওয়া নিয়ে সম্মতি জানিয়েছে।