কসবা গণধর্ষণকাণ্ডে এবার আতস কাঁচের তলায় দক্ষিণ কলকাতা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি সার্থক বন্দ্যোপাধ্যায়! কসবাকাণ্ডে মূল অভিযুক্ত মনোজিৎ মিশ্রকে আড়াল করার বিস্ফোরক অভিযোগ উঠেছে এই সার্থক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। অভিযোগ, এই সার্থক বন্দ্যোপাধ্যায়ের মতো লোকেদেরই মদত রয়েছে মনোজিৎ মিশ্রের মতো এক জঘন্য চরিত্রের মানুষ তৈরির পিছনে। এবার সোশ্যাল মিডিয়া এক্স–হ্যান্ডেলে ছবি ও তথ্যপ্রমাণ সহযোগে এই সার্থক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আরও বিস্ফোরক অভিযোগ এনেছে বঙ্গ বিজেপি।
সার্থক এর পরিচয় শুধু দক্ষিণ কলকাতা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি নয়। বিজেপির তরফ থেকে দাবি করা হয়েছে, এই সার্থক বন্দ্যোপাধ্য়ায় আশুতোষ কলেজের হেড ক্লার্ক। ‘হেড ক্লার্ক‘ হয়েও সার্থক বন্দ্যোপাধ্যায় এতোটাই প্রভাবশালী‘ যে, তিনি আশুতোষ কলেজের অধ্যক্ষ মানস কবীরের সঙ্গে একসঙ্গে একমঞ্চে পাশাপাশি বসেন। এমনকি ক্যাম্পাসের মধ্যেই তৃণমূল ছাত্র পরিষদের মিটিংও করেন।
শুধু তাই নয়, বিজেপির বিস্ফোরক অভিযোগ, এই ক্লার্ক সার্থক বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তি বিপুল। সার্থক বন্দ্যোপাধ্যায়ের নামে রয়েছে,
১) কালীঘাটে নিজের নামে সম্পত্তি
২) কালীঘাটে বাবার নামে সম্পত্তি
৩) কালীঘাটেই মায়ের নামে ৩টে সম্পত্তি
৪) যাদবপুরে নিজের নামে ২টো ফ্ল্যাট ও গ্যারাজ
৫) বাবার নামে উদয় শংকর সরণিতে ২টো ফ্ল্যাট
৬) মায়ের নামে আমতলায় ২টো ফ্ল্যাট
৭) আবার মায়ের নামেই উদয় শংকর সরণিতে ১টি ফ্ল্যাট
আর এখানেই বিজেপির তরফ থেকে প্রশ্ন তোলা হয়েছে, ‘হেড ক্লার্ক‘ সার্থক বন্দ্যোপাধ্য়ায়ের এই বিপুল বিশাল সম্পত্তির উৎস কী তা নিয়েও। ইতিমধ্যেই এই বিষয়ে তদন্তের দাবি জানিয়েছে বিজেপি। কসবাকাণ্ডে মনোজিৎ মিশ্রকে ‘আড়াল‘এর চেষ্টা থেকে, কলেজে তাঁর বিপুল ক্ষমতা ও একজন বেতনভুক্ত কর্মচারি হয়ে কীভাবে এই বিশাল সম্পত্তির অধিকারী সার্থক বন্দ্যোপাধ্যায় তা নিয়েও তৈরি হয়েছে এক বড় প্রশ্নচিহ্ন। আর এই প্রসঙ্গেই বিজেপির দাবি, ‘দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও রাজনৈতক ছত্রচ্ছায়া!’ এই সব নিয়েই এবার তদন্তের সময় এসে গিয়েছে। স্বাভাবিকভাবেই বিজেপির পোস্ট সামনে আসতেই তোলপাড় বঙ্গ রাজনীতি।