রক্তমাখা গ্লাভসরে সঙ্গে ব্যাচ নম্বরের মিলল না আরজি করে, জল্পনা শুরু

সম্প্রতি আরজি কর হাসপাতালের ট্রমা কেয়ার বিভাগ থেকে উদ্ধার হয় রক্তমাখা গ্লাভস। এই গ্লাভস রহস্যের কিনারা করতে সেগুলি পাঠানো হয়েছিল ফরেন্সিক ল্যাবে।এদিকে সূত্রের দাবি, আরজি কর হাসপাতালের গ্লাভসের সঙ্গে রক্তমাখা ওই গ্লাভসের ব্যাচ নম্বরের কোনও মিল নেই।

স্বভাবতই প্রশ্ন উঠছে, যদি এই রক্তমাখা গ্লাভস হাসপাতালের না হয় তাহলে তা এল কীভাবে তা নিয়েও। তবে কি উত্তেজনা তৈরি করতেই বাইরে থেকে কেউ বা কারা ওই গ্লাভস হাসপাতালের ট্রমা কেয়ার বিভাগে এনেছিল এই প্রশ্নেই নতুন করে জল্পনা তৈরি হয়েছে স্বাস্থ্য দফতরের অন্দরে।গ্লাভস রহস্যের কিনারা করতে ইতিমধ্যে তদন্ত শুরু করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।

প্রসঙ্গত, এ ব্যাপারে আগেই আরজি কর হাসপাতালের সুপার সপ্তর্ষি চট্টোপাধ্যায় জানিয়েছিলেন, গ্লাভসে লেগে থাকা লাল দাগ রক্তের নয়। বায়োকেমিস্ট্রি বিভাগের ল্যাবে হওয়া পরীক্ষায় এই প্রমাণ মিলেছে।

তখনই সুপার জানিয়েছিলেন, গ্লাভসে কীভাবে লাল রং এল, তা খতিয়ে দেখতে সেগুলি ফরেন্সিক ল্যাবে পাঠানো হয়। এবার ফরেন্সিক ল্যাবের রিপোর্টও আরজি করের অনুমানকে মান্যতা দিল।এবার ব্যাচের মিল না পাওয়ায় গোটা ঘটনার নেপথ্যে রহস্যের গন্ধ দেখতে পাচ্ছেন খোদ হাসপাতাল কর্তৃপক্ষ।আসলঘটনা জানতে এবার শুরু হয়েছে তদন্তও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × 1 =