তৃণমূলের একুশের সমাবেশে হাজির কাতারে কাতারে মানুষ। অন্যান্য বারের মতো এ বছরেও হাজির হয়েছেন বিনোদন দুনিয়ার অভিনেতা, অভিনেত্রীরাও। হাজির হয়েছিলেন ভরত কল থেকে শুরু করে সৌপ্তিক চক্রবর্তী, সোহেল দত্ত, রেজওয়ান রব্বানি শেখ, দেবলীনা কুমার, রিমঝিম মিত্ররা।
তবে এবার যে দু’জন একেবারেই সার্চ লাইটের আলোয় এলেন না তাঁরা হলেন শ্রাবন্তী চট্টোপাধ্যায় এবং রূপাঞ্জনা মিত্র। কারণ এই দুজনেই যোগ দিয়েছিলেন বিজেপিতে। শ্রাবন্তী আবার গত বিধানসভা নির্বাচনে বেহালা পশ্চিম কেন্দ্র থেকে পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে গেরুয়া শিবিরের প্রার্থী ছিলেন। তবে এরপর বিজেপি ছেড়ে দিয়েছিলেন শ্রাবন্তী। অন্যজনও অনেক দিন বিজেপির সঙ্গে দূরত্ব বাড়াচ্ছিলেন। সেই তিনিও এবার ২১ জুলাইয়ের মঞ্চে। কিন্তু কেন বিজেপি ছেড়ে তৃণমূলের মঞ্চে এই প্রশ্নে রূপাঞ্জনা স্পষ্ট জানান, ‘বিজেপিতে থেকে রাজনীতি করা সম্ভব নয়।’ আর তৃণমূলের একুশে জুলাইয়ের মঞ্চে এসেই উচ্ছ্বসিত শ্রাবন্তী বলেন, ‘কত দিন পর যেন খোলা হাওয়ায় শ্বাস নিচ্ছি।’