সিপিএমের ছাত্র সংগঠনের নতুন সাধারণ সম্পাদক  সৃজন

এসএফআইএর কেন্দ্রীয় নেতৃত্বে এবার সেই বাংলা আর কেরলেরই মুখ। কেরালার কোঝিকোড়ে এসএফআইএর তিন দিনের সর্বভারতীয় সম্মেলনের শেষে রবিবার সিপিএমের ছাত্র সংগঠনের নতুন সাধারণ সম্পাদক হলেন বাংলার সৃজন ভট্টাচার্য এবং সভাপতি কেরালার এএম সাজি।আর এমন ঘটনা উস্কে দিল ১৯৭০এর স্মৃতি। কারণ, সিপিএমের ছাত্র সংগঠনের প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন বাংলার বিমান বসু, প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন শ্রী ভাস্করন। এই প্রসঙ্গে বলে রাখা শ্রেয়, বাংলার ময়ূখ বিশ্বাসের জায়গায় এসেছেন সৃজন, কেরালার ভি পি সানুর জায়গায় এলেন সাজি।

এদিকে সৃজন এসএফআইএর রাজ্য সম্পাদকের দায়িত্ব সামলেছেন। যদিও সিপিএমের একাংশের বক্তব্য, সদস্য সংখ্যার নিরিখে এসএফআইএর কেরালা ইউনিট পশ্চিমবঙ্গ শাখার থেকে অনেক শক্তিশালী। সে দিক থেকে কেরালা যদি সম্পাদক পদের জন্য জোরদার দাবি করত, তাহলে সৃজনের সম্পাদক হওয়া কঠিন হতো।

কোঝিকোড়ে গত ২৭ তারিখ থেকে শুরু হয়েছিল এসএফআইএর সর্বভারতীয় সম্মেলন। সেখানে আমন্ত্রিত ছিলেন  অশীতিপর বিমান বসু, সিপিএমের সাধারণ সম্পাদক তথা এসএফআইএর প্রাক্তন সাধারণ সম্পাদক এমএ বেবি, প্রকাশ কারাতরা। কোঝিকোড়ে এসএফআইএর সম্মেলনের মঞ্চ এ বার প্রয়াত সীতারাম ইয়েচুরি ও নেপালদেবের নামে করা হয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fifteen − 7 =