বেশ কয়েকদিন ধরেই টলি ও বলি পাড়ার অন্দরে শোনা যাচ্ছে বিচ্ছেদের সুর। তারকা দম্পতিদের বিয়ে ভাঙার খবরে কার্যত শোরগোল পড়ে গেছে নেটপাড়ায়। যিশু-নীলাঞ্জনা, অভিষেক-ঐশ্বর্য্য কিংবা অর্জুন-সৃজার বিচ্ছেদের গুঞ্জন নিয়ে চলছে নানান আলোচনা। এবার এই ইস্যুতে মুখ খুললেন স্পষ্টভাষী হিসেবেই চিরকাল পরিচিত শ্রীলেখা মিত্র।
এক ফেসবুক পোস্টে কাউকে রেয়াত না করেই সোজাসাপটা জানালেন, ‘কার বিয়ে হচ্ছে, কার ডিভোর্স হচ্ছে, তাতে আপনাদের কী? নিজেদের জীবন নিয়ে থাকুন। অন্যের ব্যক্তিগত বিষয়কে সম্মান জানাতে শিখুন এবং সেইসঙ্গে নিজের সীমাজ্ঞানটাও বজায় রাখুন। কারও ব্যক্তিগত জীবনকে নিজের খোরাক বানিয়ে ফেলবেন না। সকলেই যে যার নিজের মতো ভালো থাকুন এবং রাখুন।’ অভিনেত্রীর এহেন পোস্টে নেটপাড়ার একাংশ সমর্থন জানালেও কেউ কেউ আবার খোঁটা দিলেন তাঁর অতীত পোস্ট তুলে। যদিও সেইসবেরও সোজাসাপটা জবাবই দিয়েছেন শ্রীলেখা। নিন্দুকদের অক্ষরে অক্ষরে বুঝিয়ে দিয়েছেন কোন প্রেক্ষিতে তিনি কী বলতে চেয়েছেন। সব মিলিয়ে অভিনেত্রীর নয়া পোস্ট ঘিরে সোশ্যাল মিডিয়া সরগরম।