স্ট্যানডার্ড ডিডাকশন বেড়ে হল ৭৫০০০ টাকা

আয়কর পরিকাঠামোয় বড় বদল। নতুন কর পরিকাঠামোয় আয়করের হারে পরিবর্তন আনল সরকার। আয়করের পরিকাঠামোয় এল বদল। নতুন ঘোষণায় চাকরিজীবীরা আরও বেশি অর্থ সঞ্চয় করতে পারবেন বলে জানালেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামণ।

মঙ্গলবার বাজেট পেশ করতে গিয়ে অর্থমন্ত্রী নির্মলা সীতারামণ কর পরিকাঠামোয় স্টার্ন্ডার্ড ডিডাকশনে বড় ছাড়ের ঘোষণা করেন। একইসঙ্গে জানান, এবার থেকে স্টার্ন্ডার্ড ডিডাকশন ৫০ হাজার টাকা থেকে বাড়িয়ে ৭৫ হাজার টাকা করা হল। এতে আরও অর্থ সঞ্চয় হবে কর্মজীবী সাধারণ মানুষের।

প্রসঙ্গত, ২০১৯ সালে শেষ বার এই স্ট্যানডার্ড ডিডাকশনের পরিমাণ শেষ বার বাড়ানো হয়েছিল। সেই বারই এই ডিডাকশনের পরিমাণ ৫০ হাজার টাকা করা হয়। বর্তমানে পুরনো এবং নতুন কর কাঠামোয় এই স্ট্যানডার্ড ডিডাকশনের পরিমাণ ৫০ হাজার টাকা।  ফ্যামিলি পেনশনারদের জন্য এই স্ট্যানডার্ড ডিডাকশনের পরিমাণ ১৫ হাজার টাকা থেকে বাড়িয়ে ২৫ হাজার টাকা করা হয়েছে।

সরকারের তরফে সম্পূর্ণরূপে প্রত্যাহার করা হল এঞ্জেল ট্যাক্স।

 

নতুন আয়কর পরিকাঠামো হল এইরকম-

৩ লক্ষ টাকা পর্যন্ত আয়ে কোনও আয়কর দিতে হবে না।

৩ থেকে ৭ লক্ষ টাকা পর্যন্ত আয়- ৫ শতাংশ আয়কর দিতে হবে।

৭ থেকে ১০ লক্ষ টাকা পর্যন্ত আয়- ১০ শতাংশ আয়কর দিতে হবে।

১০ থেকে ১২ লক্ষ টাকা পর্যন্ত আয়- ১৫ শতাংশ আয়কর দিতে হবে।

১২ থেকে ১৫ লক্ষ টাকা পর্যন্ত আয়- ২০ শতাংশ আয়কর দিতে হবে।

১৫ লক্ষ টাকার উপরে আয়- ৩০ শতাংশ আয়কর দিতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two + two =