দিদি-ভাই-এর ঝামেলায় কটাক্ষ রাজ্য় বিজেপি সভাপতির

‘দিদি-ভাই’ অর্থাৎ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের সঙ্গে ভাই স্বপন বন্দ্য়োপাধ্য়ায়ের যে ঝামেলা সামনে এসেছে বুধবার সকালে তা নিয়ে এবার তীব্র কটাক্ষ করতে দেখা গেল বঙ্গ স্য়াফ্রন ব্রিগেডকে। এই ঘটনাকে সামনে রেখে একেবারে স্পষ্ট ভাষায় তোপ দাগতে দেখা যায় রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারকে। তৃণমূল সুপ্রিমোর সঙ্গে ভাই বাবুনের চাপান উতোরের মধ্য়ে সুকান্ত শাসকদলকে বিদ্ধ করে জানান, ‘আমরা বিগত ১২ বছর ধরে এরকম প্রচুর নাটক, যাত্রাপালা দেখে এসেছি। এখন মা-মাটি-মানুষ প্রযোজিত মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশিত নতুন এক যাত্রাপালা এসেছে। তার নাম হচ্ছে ভাই কেন পর। চলবে কিছুদিন। তাতে সায়নী ঘোষ, দিদি নম্বর ওয়ানের রচনা বন্দ্যোপাধ্যায়, শতাব্দী সবাই অভিনয় করবে। সঙ্গে দেবও আছে।’

প্রসঙ্গত, বুধবার সকালেই ভাইয়ের কর্মকাণ্ড নিয়ে একরাশ ক্ষোভ উগরে দেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্য়োপাধ্য়ায়। বাবুনকে লক্ষ্য় করে বলেন, ‘বড় হলে অনেকের লোভ একটু বেশি বেড়ে যায়। আমাদের পরিবারের ও কোনও মেম্বার বলে আমি মনে করি না। আমার ভাই হিসেবে আর পরিচয় দেবেন না।’ সোজা কথায় ‘ত্যাজ্য’ করে দিয়েছেন আপন ভাইকে। কারণ, লোকসভা নির্বাচনের প্রার্থী ঘোষণা হতেই টিকিট না পেয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন বাবুন। প্রশ্ন তুলে দিয়েছিলেন হাওড়ার প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়ের টিকিট পাওয়া নিয়েও। হাওড়া থেকেই নির্দল প্রার্থী হিসাবে লড়ার ইচ্ছাপ্রকাশও করেছিলেন। বিজেপি যোগদান নিয়ে জল্পনা ছড়ায়। যা নিয়ে রাজনৈতিক মহলেও বিস্তর চাপানউতোর চলে। যদিও দিদির তোপের মুখে পড়ে বাবুনের সাফ কথা, ‘আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছি।’

অন্যদিকে লোকসভা ভোটের টিকিট না পেয়ে ইতিমধ্যেই ক্ষোভ প্রকাশ করতে দেখা গিয়েছে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, শান্তনু সেনদের। প্রকাশ্যেই বলেছেন নিজেদের রাগ-অভিমানের কথা, ক্ষোভের কথা। তবে শেষ পর্যন্ত যে দলের উপর আস্থা আছে সে কথা জানিয়েছেন। তবে শান্তুনুকেও আক্রমণ করতে ছাড়েননি সুকান্ত। বলেন, ‘ওনার বিরুদ্ধে এমনিই লোকের অনেক ক্ষোভ। তাই হয়তো পার্টি ওনাকে টিকিট দেয়নি। এখন ক্ষোভ নিয়ে ক্ষোভ নিয়ে কী হবে কাজের কাজটা করতে হবে তো।’ এরপরই কটাক্ষ করে এও বলেন, ‘আমি দেখলাম কিছু কিছু লোক ফেসবুকে লিখেছেন যাঁরা যাঁরা টিকিট পাননি তাঁদের টিকিট দেবে আইআরসিটিসি।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

12 − 6 =