হাইকোর্টের নির্দেশ অনুসারে এবার সিসিটিভি ও ভিডিওগ্রাফি নিয়ে তৎপরতা দেখানো শুরু করল রাজ্য নির্বাচন কমিশন। কোন কোন বুথে সিসিটিভি কার্যকর করা যাবে এবার তা নিয়ে জেলাশাসক ও বিভিন্ন জেলার পঞ্চায়েত আধিকারিকদের কাছ থেকে রিপোর্ট তলব করল রাজ্য নির্বাচন কমিশন। সঙ্গে এও বলা হয়েছে, এই রিপোর্ট দ্রুত পাঠাতে হবে রাজ্য নির্বাচন কমিশনে।
এদিকে সূত্রে এ খবরও মিলছে, সিসিটিভি ইনস্টলেশন এর পাশাপাশি কোন কোন বুথে প্রযুক্তিগত কারণে সিসিটিভি ইনস্টলেশন সম্ভব নয় বা সেখানে ভিডিওগ্রাফি করা সম্ভব কিনা তা নিয়েও বিভিন্ন জেলা থেকে জানতে চাওয়া হয়েছে রাজ্য নির্বাচন কমিশনের তরফ থেকে। কারণ, নির্বাচন প্রক্রিয়া চলাকালীন বিভিন্ন ফুটেজ সংগ্রহ করার জন্য এই সিসিটিভি বা ভিডিওগ্রাফি করার জন্যই এই তালিকা চাওয়া হল বিভিন্ন জেলার নির্বাচন আধিকারিকদের থেকে।
সঙ্গে এও জানতে চাওয়া হয়েছে যে, কোন কোন বুথ সিসিটিভি কার্যকর করার ক্ষেত্রে বিশেষ গুরুত্বপূর্ণ মনে করছেন তারা, তাও যেন দ্রুত জানানো হয় রাজ্য নির্বাচন কমিশনে।