রাজ্য পুলিশ কনস্টেবলের কোটি টাকার সম্পত্তি!

পুলিশ কনস্টেবলের কোটি টাকার সম্পত্তি৷ এই সম্পত্তির কথা জানতে পেরে হতবাক রাজ্যের দুর্নীতি দমন শাখার তদন্তকারী আধিকারিক থেকে রাজ্য পুলিশের আরও অনেকেই। এখানেই শেষ নয়, ১১ লক্ষ টাকা দিয়ে বান্ধবীকে গাড়িও উপহার দিয়েছিলেন রামপুরহাট থানায় কর্তব্যরত পুলিশ কনস্টেবল মনোজিৎ বাগীশ৷ শনিবার আয়ের সঙ্গে সামঞ্জস্যহীন সম্পত্তির অধিকারী এই কনস্টেবলকে গ্রেফতার করে রাজ্যের দুর্নীতি দমন শাখা৷

পুলিশ জানিয়েছে, মনোজিতের বাড়ি বারুইপুরে৷ তিনি রামপুরহাট থানায় কর্তব্যরত ছিলেন৷ আয় বহির্ভূত সম্পত্তি রাখার দায়ে তাঁকে গ্রেফতার করে দুর্নীতি দমন শাখা৷ এই ধৃত কনস্টেবলের মোট সম্পত্তির মধ্যে রয়েছে বিনিয়োগ, জীবনবিমা, স্থায়ী বিনিয়োগের মতো একাধিক বিষয়৷ পুলিশে সূত্রে জানা গিয়েছে, মনোজিতের মোট ৭৬ লক্ষ টাকার ফিক্সড ডিপোজিটের সন্ধান মিলেছে৷ এ ছাড়া মোট ৯ লক্ষ ৮৭ হাজার ৪৯১ টাকার এলআইসি পলিসিও উদ্ধার করা হয়েছে৷ সঙ্গে রয়েছে বান্ধবীকে গাড়ি কিনে্ দেওযা বাবদ ১১ লক্ষ ৭৫ হাজার টাকা খরচও।

রাজ্যের দুর্নীতি দমন শাখার তদন্তকারী আধিকারিকরা তদন্তে নামার পর এও নজরে আসে, এই সম্পত্তি বৃদ্ধির কাল ২০১২ সাল থেকে ২০১৫ সাল৷ এখন তদন্ত করে দেখা হচ্ছে, আর কোনও জমি, বাড়ি বা অন্য সম্পত্তি আছে কি না৷ ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি রাজ্যের দুর্নীতি দমন শাখা তদন্ত শুরু করে৷ সেই সময় যে তদন্ত শুরু হয়েছিল, তাতে মোট ৪৩ লক্ষ টাকার বিনিয়োগের সন্ধান পান তদন্তকারী অফিসারেরা৷ কিন্তু তদন্ত এগোতেই তা ছুঁয়েছে কোটি টাকায়৷ তদন্তকারী সংস্থার পক্ষ থেকে বলা হয়েছে, এই টাকার অঙ্কের পরিমাণ আরও বাড়তে পারে৷ এখানে বলে রাখা শ্রেয়, গত ২০২২ সালের ২২ মে নগর ও দায়রা আদালতে অভিযুক্তের আগাম জামিনের আবেদন খারিজ করা হয়েছিল৷

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

18 − 11 =