পড়ুয়াদের ট্যাবের টাকা গায়েব প্রসঙ্গে এবার শিক্ষকদের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ শুরু রাজ্যের। তিন শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় বিভাগীয় তদন্ত শুরু করল রাজ্য। ঘটনায় তিন শিক্ষককে শো-কজ করা হয়েছে বলেই জানা গিয়েছে।
সূত্রের খবর অনুযায়ী, স্কুল শিক্ষা দফতরের নির্দেশে বিভাগীয় তদন্তের প্রক্রিয়া শুরু করেছে মধ্যশিক্ষা পর্ষদ। ইতিমধ্যেই তিন শিক্ষককে শোকজ করা হয়েছে মধ্যশিক্ষা পর্ষদের পক্ষ থেকে। পড়ুয়াদের ট্যাবের টাকা গায়েবের ঘটনার তদন্তে উঠে আসে শিক্ষকদের নাম। তারপরেই পুলিশের রিপোর্টের ওপর ভিত্তি করেই বিভাগীয় তদন্ত শুরুর নির্দেশ স্কুল শিক্ষা দফতরের।
প্রসঙ্গত, একাদশ ও দ্বাদশ শ্রেণির ছাত্রছাত্রীদের ট্যাব কিনতে, ‘তরুণের স্বপ্ন’ প্রকল্পে পড়ুয়াপ্রতি ১০ হাজার টাকা করে দেয় রাজ্য সরকার। সেই টাকা পড়ুয়াদের অ্যাকউন্ট থেকে গায়েব হওয়া নিয়ে বিতর্ক শুরু হয়। রাজ্যের একাধিক স্কুলের পড়ুয়াদের ট্যাবের টাকা গায়েবের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।