দুর্গাপুজো বন্ধের পোস্টের প্রত্যুত্তরে বিবৃতি ফোরাম ফর দুর্গোৎসবের

সমাজের একাংশ থেকে দাবি উঠেছে, দুর্গাপুজো বন্ধের। এবার এই নিয়েই ফোরাম ফর দুর্গাপুজো। বাঙালির আবেগের সঙ্গে এই ঘটনাকে না জড়ানোর আবেদন করেছে তারা। উল্লেখ্য, আরজি করের ঘটনা নাড়িয়ে দিয়েছে গোটা দেশকে। রাজনৈতিক দল থেকে সাধারণ মানুষ নেমেছে রাস্তায়। বাঙালির দুর্গাপুজো সামনেই। অক্টোবরের প্রথমেই দেবীর বোধন। সেই কারণে কেউ লিখছেন, ‘মহিলাদের যখন সম্মান নেই, সেখানে মায়ের পুজো করে কী লাভ?’ আবার কোথাও লেখা, ‘যতক্ষণ না বিচার হবে ততক্ষণ দুর্গা পুজোর দরকার নেই।’ এই ধরনের পোস্ট ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। একাংশ নেটিজেন এর পক্ষে থাকলেও, অনেকে আবার বিরুদ্ধেও রয়েছেন। এরই মধ্যে ফোরাম ফর দুর্গাপুজো একটি নোটিস জারি করেছে। যেখানে লেখা, ‘আরজি করের ঘটনায় আমরা শোকাহত। তবে অনুরোধ দুর্গাপুজোকে নিজস্ব ধারায় বইতে দিন। নিন্দনীয় এই ঘটনার সঙ্গে বাঙালির আবেগকে জড়িয়ে দেবেন না।’

উল্লেখ্য, দুর্গাপুজোর সঙ্গে বাঙালির শুধু আবেগ নয়, এই পুজো ঘিরে প্রচুর মানুষের রুজি-রুটি জড়িত। বিভিন্ন ছোট ব্যবসায়ীরা বছরের এই চারটি দিনের জন্য অপেক্ষায় থাকেন। এতে তাঁদের আর্থিক পরিস্থিতির উন্নতি হয়। গ্রাম-বাংলা থেকে প্রচুর মানুষ শহরে আসেন রুজির টানে। ফলে আবেগ বাদ দিলেও ব্যবসার অন্যতম মাধ্যম এই পুজো।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × 4 =