বঙ্গে ব্যবসা-বাণিজ্যের প্রাণকেন্দ্র বড়বাজার। সারাদিন চলে কেনা-বেচা। ফলে অলি-গলিতে সর্বক্ষণ থাকে নানা ধরনের মানুষের ভিড়। শুক্রবার রাতে এই বড়বাজারেই অভিযান চালাল কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স। কয়েকদিন আগে শিয়ালদহের সুরেন্দ্রনাথ কলেজের পাশ থেকে অস্ত্র সহ একাধিক যুবককে গ্রেফতার করে পুলিশ। উদ্ধার হয় অস্ত্র। সেই ধৃতদের জেরা করে পাওয়া তথ্যের ভিত্তিতেই এবার তল্লাশি চালানো হল বড়বাজারে, এমনটাই জানানো হয়েছে এসটিএফ-এর তরফ থেকে।
সঙ্গে এও জানানো হয়, শুক্রবার রাত ১১টা নাগাদ তল্লাশি চালানো হয় বড়বাজার এলাকায়। সেখান থেকেই উদ্ধার হয় আরও অস্ত্র। প্রসঙ্গত, শিয়ালদহে অস্ত্র উদ্ধার এবং এরও বেশ কিছুদিন আগে যেভাবে ভরসন্ধ্যায় প্রকাশ্যে কলকাতা পুরনিগমের কাউন্সিলর সুশান্ত বন্দ্য়োপাধ্যায়কে লক্ষ্য করে গুলি চালানো হয়েছিল, তাতেও প্রশ্ন ওঠে নিরাপত্তা নিয়ে। এরপর কড়া পদক্ষেপ নেওয়া হতে থাকে প্রশাসনের তরফ থেকে। যার ফলশ্রুতি অস্ত্র উদ্ধার বড়বাজারে।
এসটিএফ সূত্রে খবর, এই অভিযানে তিনজন ধরা পড়েছে পুলিশের জালে। তাঁদের কাছ থেকে পাওয়া গিয়েছে দুটি বন্দুক, ১৭ রাউন্ড গুলি, একটি গাড়ি। কী কাজে লাগানোর জন্য ওই অস্ত্র রাখা হয়েছিল, তা এখনও স্পষ্ট নয় পুলিশের কাছে। ধৃতদের নাম সন্তোষ সাহানি, জিতেন্দ্র কুমার ও মনোজ কুমার। তাঁরা তিনজনই উত্তর প্রদেশের বাসিন্দা। তাঁদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে।
উল্লেখ্য, সুরেন্দ্রনাথ কলেজের পাশে অস্ত্র উদ্ধার হওয়ার পুলিশ জানতে পারে ধৃতদের ছক ছিল বড়বাজারকে কেন্দ্র করেই। পাঁচ যুবকের টার্গেট ছিল বড়বাজার। বড়সড় লুঠের পরিকল্পনা ছিল তাদের। পুলিশ জেরায় জানতে পেরেছে, বড়বাজারের এক ব্য়বসায়ীক প্রতিষ্ঠানে বিপুল অঙ্কের লেনদেন হওয়ার কথা ছিল। একেবারে পাকা খবর ছিল ধৃতদের কাছে। সেই খবর পেয়েই নাকি তারা আগ্নেয়াস্ত্র নিয়ে হাজির হয় কলকাতায়।