চিকিৎসক-স্বাস্থ্য কর্মী-নার্সদের ক্ষেত্রে এবার কড়া পদক্ষেপ এনআরএস মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষের। স্পষ্ট জানানো হয়েছে, এবার থেকে সরকারি মেডিক্যাল কলেজে বিনামূল্যে ওয়াইফাই আর ব্য়বহার করা যাবে না। অর্থাৎ, অন ডিউটি থাকাকালীন চিকিৎসক-নার্স ও স্বাস্থ্য কর্মীরা এবার থেকে বিনামূল্যে আর সরকারি হাসপাতালের এই ‘ফ্রি’ ইন্টারনেট পরিষেবা ব্যবহার করতে পারবেন না।
এনআরএস মেডিক্যাল কলেজ সূত্রে খবর, নতুন করে ইন্টারনেট বসানো হচ্ছে। সরকারি সেই ইন্টারনেট ব্যবহার করে বিনামূল্যে ওয়াইফাই-এর সুবিধা ব্যবহার করা যাবে না। যে সংস্থা এই ওয়াইফাই লাগানোর কাজ করছে, তাদের লিখিত আকারে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। জানা যাচ্ছে, কিছু সাইট বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। ইন্টারনেট শুধু ব্যবহার করা হবে প্রশাসনিক ও শিক্ষামূলক কাজে।
এদিকে এর পাশাপাশি ইতিমধ্যে হাসপাতাল চত্বরের মধ্যে ব্লক করা হয়েছে ফেসবুক-ইউটিউব-ইনস্টাগ্রাম সহ সবরকম সোশ্যাল মিডিয়া। তবে খোলা রয়েছে হোয়াটস অ্যাপ, জিমেইল। ব্লক করা হয়েছে সব রকম বাণিজ্যিক ওয়েবসাইট। এছাড়াও বন্ধ করা হয়েছে নেটফ্লিক্স, আমাজন প্রাইম,হটস্টার। ব্লক করা হয়েছে ফুড ডেলিভারি অ্যাপ যেমন সুইগি-জ্যোমাটো সহ একাধিক।