যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হতে চলেছে ছাত্র সংসদ নির্বাচন

সাম্প্রতিক ঘটনাপ্রবাহের আবহে এবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হতে চলেছে ছাত্র সংসদ নির্বাচন। তাই এই নির্বাচনের নিরাপত্তা নিয়ে বিশেষ সতর্ক বিশ্ববিদ্যালয় প্রশাসন। সূত্রের খবর, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্র নির্বাচন  করানোর দিন ঘোষণা চেয়ে উচ্চশিক্ষা দফতরকে চিঠিও পাঠানো হয়েছে।

পাশাপাশি এও জানা গিয়েছে, বিশ্ববিদ্যালয় নিরাপত্তা বাড়ানোর জন্য রাজ্য সরকারের কাছে অর্থের আবেদন জানানো হয়েছে বিশ্ববিদ্যালয়ের তরফে। কার্যনির্বাহী কাউন্সিল বৈঠক ডাকা নিয়ে ও উচ্চ শিক্ষা দফতরকে চিঠি পাঠিয়েছে যাদবপুর। এবিষয়ে, অনুমতি চাইতে উচ্চশিক্ষা দফতরের সঙ্গে বৈঠক করেন বিশ্ববিদ্যালয় ভারপ্রাপ্ত রেজিস্ট্রার। নিরাপত্তা নিয়ে আরও কড়াকড়ি মনোভাব নিতে চাইছে যাদবপুর।

যাদবপুরের সাম্প্রতিক ঘটনার পরে নিরাপত্তা এবং ক্যাম্পাসে নজরদারির বিষয়ে একাধিক পদক্ষেপ করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। নেওয়া হয় একগুচ্ছ সিদ্ধান্ত৷ তার মধ্যে রয়েছে, ভুলভাল দেওয়াল চিত্র বা গ্রাফিটি ক্যাম্পাসে যত্রতত্র ছড়িয়ে বা লেখা আছে তা সব মুছে ফেলা, ক্যাম্পাসে স্বীকৃত শিক্ষক সংগঠন ছাড়া অন্য কাউকে অনুমতি না দেওয়া। সঙ্গে এও জানা যাচ্ছে, বিশ্ববিদ্যালয়ের পাঁচ নম্বর গেট আর খোলা রাখা হবে না বলেও। তবে তা খোলা হবে বিশেষ অনুমতি সাপেক্ষে।

এর পাশাপাশি অরবিন্দ ভবনে প্রশাসনিক কোনও ব্যক্তির সঙ্গে দেখা করতে গেলে নিতে হবে আগে থেকে অনুমতি। বিশ্ববিদ্যালয়ের কর্মসমিতির বৈঠকে এই প্রস্তাবগুলো নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করতে চান কর্তৃপক্ষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × 2 =