বিদ্যুতের দামে ‘শক’, প্রতিবাদে সিইএসসি ভবন অভিযানে সামিল বিজেপি। মুরলি ধর সেন লেন থেকে ভিক্টোরিয়া হাউস পর্যন্ত শুক্রবার প্রতিবাগ মিছিল করে বঙ্গ স্যাফ্রন ব্রিগেড। এদিন এই মিছিলে বৃষ্টিতে ভিজে হাঁটতে দেখা যায় বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে। এরপর ধর্মতলায় করেন সভাও। আর এই সভা থেকে হুঁশিয়ারির বার্তা দেন, অবিলম্বে বিদ্যুতের বিল না কমলে কিছুদিনের মধ্যেই বিদ্যুৎ ভবন অভিযান করার। সাফ বললেন, ‘ইয়ে সিরফ ঝাকি হ্যায়, আভি বিদ্যুৎ ভবন বাকি হ্যায়।’ এদিনের এই সভা থেকে স্বভাবসিদ্ধ ভঙ্গিতে তৃণমূলের বিরুদ্ধে সুর চড়িয়ে চাঁচাছোলা ভাষায় আক্রমণ শানিয়ে বলেন, ‘সিইএসসি তৃণমূলের কাছ থেকে ছাড়পত্র নিয়েই বিদ্যুতের বিল বাড়িয়েছে। এর জন্য দায়ী মমতা বন্দ্যোপাধ্যায়। যে শুধু মিথ্যার আশ্রয় নেয়। ফুটো সরকার, দেউলিয়া সরকার পেট্রোল, ডিজেলে টাকা বিড়িয়েছে, ইলেকট্রিকের ট্যারিফ বাড়িয়েছে।’ এরই পাশাপাশি এদিন বিরোধী দলনেতা বেঁধে দেন ‘ডেডলাইনও’। এই ডেডলাইন ধার্য করা হয়েছে ১৫ অগাস্ট পর্যন্ত। স্পষ্ট জানান, ‘প্রয়োজন হলে আবার আদালতের অনুমতি নিয়ে লাগাতার ৫ দিন এখানে বিক্ষোভ করব। ১৫ অগাস্ট পর্যন্ত সিইএসসিকে সময় দিলাম। মডেল ইলেকট্রিক অ্যাক্ট চালু হয়ে গেলে বুঝতে পারবে। মনোপলি ব্যবসার বীজ বপন করেছিল সিপিএম। ৪০০ কোটিতে নিয়ে গিয়েছে তৃণমূল।’ এরই পাশাপাশি মনে করান ২০২২ সালের ইলেট্রিক রিফান্ডস বিলের কথা। বলেন, ‘২০২২ সালে মোদির সরকার ইলেট্রিক রিফান্ডস বিল এনেছিল। যারা মনোপলি বিজনেস করছে, তাদের তুলে দেওয়ার কথা বলা হয়। আমাকে বিদ্যুৎ মন্ত্রী বলেছেন খুব তাড়াতাড়ি মনোপলি ভাঙবে।’