মূল্যবৃদ্ধি গ্রাফ ঊর্ধ্বমুখী বহুদিন ধরেই। নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর দাম এতোটাই বেড়েছে যে বাজারে গিয়ে সামান্য কিছু কিনতেই পাকেট এক্কেবারে ফাঁকা। আর এই দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে বিধানসভায় ওয়াকআউট করল বঙ্গ স্যাফ্রন ব্রিগেডের বিধায়কেরা। এক অভিনব আন্দোলন মানতেই হবে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর উদ্যোগে প্রতীকী সবজি বিক্রি করা হয় শুক্রবার। ১০ টাকায় আলু বিক্রি করেন শুভেন্দুরা।
মূল্যবৃদ্ধির প্রতিবাদে শুক্রবার বিধানসভায় মুলতুবি প্রস্তাব পেশ করে বিজেপি। তা নিয়ে আলোচনা চলছিল বিধানসভায়। সেই সময় অধিবেশন কক্ষ থেকে ওয়াকআউট করে গেরুয়া শিবির। গলায় সবজির প্ল্যাকার্ড লাগিয়ে ১০ টাকা কেজি দরে আলু বিক্রি করেন শুভেন্দু অধিকারী। প্রতীকী সবজি বিক্রির সময় শুভেন্দুকে গলা চড়িয়ে বলতে শোনা যায়, ‘২০ এক্কে পাউচ, ২০ দু’গুণে আলু, তিন ২০ টমেটো, পাঁচ ২০ ক্যাপসিকম, সাত ২০ রসুন, আট ২০ আদা, নয় ২০ মটরশুঁটি, ২০ দশে মুরগি।’
এদিকে এই মূল্যবৃ্দ্ধি প্রসঙ্গে বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পলের অভিযোগ, ‘চাষিরা দাম পাচ্ছেন না অথচ মানুষ বাজারে সবজি কিনতে পারছেন না। কারণ, মাঝে ফড়েরা দালালি করছে। এই কারণেই ফসলের দাম বৃদ্ধি।’
তবে এই বিক্ষোভের জোরাল বিরোধিতা করতে দেখা যায় তৃণমূল নেতা কুণাল ঘোষকে। তিনি জানান,’মূল্যবৃদ্ধির খবর জানামাত্রই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোরাধ্যায় ব্যবস্থা নিয়েছিলেন। এখন বাজারে সবজির দাম অনেকটাই নিয়ন্ত্রণে। তবু প্রচারের জন্য বিরোধীরা এসব নাটক করছে।’