২০২৪-এর লোকসভা নির্বাচনের পরই রাজনীতি থেকে অবসরের ইঙ্গিত সুদীপের

২০২৪-এর লোকসভা নির্বাচন-ই শেষ নির্বাচন কি না তা নিয়ে এবার নিজেই প্রশ্ন তুলে দিলেন কলকাতা উত্তরের তৃণমূল প্রার্থী বর্ষীয়ান সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। শুক্রবারে প্রচারে বেরিয়ে তৃণমূল প্রার্থীর এই মন্তব্যের পরই বঙ্গ রাজনীতিতে শুরু হয়েছে জল্পনা। আর তাঁর এই মন্তব্যকে ঘিরে পাল্টা কটাক্ষ করতে দেখা গেল বিজেপি নেতা তাপস রায়কে।

সূত্রে খবর, শুক্রবার বেলেঘাটায় প্রচারে গিয়েছিলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। তাঁর সঙ্গে মঞ্চে উপস্থিত ছিলেন কুণাল ঘোষও। সেখান থেকেই তিনি অবসরের ইঙ্গিত দেন। বলেন, ‘আমি নয় বারের জনপ্রতিনিধি। এবার দশবার। মেসির মতো মাঠ ছাড়ব।’ শুধু তাই নয়, সংশ্লিষ্ট কর্মিসভা থেকে সুদীপ বন্দ্যোপাধ্যায় এও বলেন, ‘ভোট থাকুক মনে। দেবেন ঘরের কোণে।’

সুদীপ বন্দ্যোপাধ্যায়ের অবসরের জল্পনা প্রসঙ্গে তাপস রায় কটাক্ষের সুরে বলেন, ‘ওনাকে অবসর নিতে হবে না। মানুষই হারিয়ে অবসর করিয়ে দেবে।’ এদিন, তাপস রায় এও বলেন, এবার উত্তর কলকাতায় নিঃশব্দ বিপ্লব হবে। তাঁর বক্তব্য, ‘মানুষের মনে ভোট আছে। আর ভোট কেন্দ্রের রাখা ইভিএম এ তা দেখিয়ে দেবে। নিঃশব্দ বিল্পব হবে এবার উত্তর কলকাতায় আর বাংলায়।’

প্রসঙ্গত, এররাশ ক্ষোভ উগরে সম্প্রতি তৃণমূল ছেড়েছেন বরানগরের প্রাক্তন বিধায়ক তাপস রায়। সেই সময় সুদীপ বন্দ্যোপাধ্যায়কে নিয়েও তীব্র কটাক্ষ  করতেও দেখা যায় তাঁকে।তাঁর বাড়িতে ইডির তল্লাশি চালানো নিয়ে তোপ দেগেছিলেন সুদীপেরই উপরে। এদিকে কানাঘুষো শোনা যাচ্ছে এই বছর উত্তর কলকাতা থেকে তাপসকে প্রার্থী করতে পারে বিজেপি। ফলে আসন্ন ভোটে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিপরীতে যদি তাপস রায় দাঁড়ান তাহলে তৃণমূল বিজেপি-র যে হাড্ডাহাড্ডি লড়াই উত্তর কলকাতাবাসী দেখবেন সে কথা বলার অপেক্ষা রাখে না।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

14 − 6 =