ফের মেট্রোয় আত্মহত্যা। দমদম থেকে নিউ গড়িয়াগামী লাইনে শোভাবাজারে মেট্রোর ডাউন লাইন ঝাঁপ এক ব্যক্তির। মেট্রো সূত্রে খবর, ঘটনার জেরে বন্ধ করা হয় ডাউন লাইনে বন্ধ মেট্রো চলাচল। মেট্রো চলে দক্ষিণেশ্বর থেকে দমদমের মধ্যে। অন্যদিকেসেন্ট্রালথেকেকবিসুভাষেরমধ্যেমেট্রোচলাচলকরে।
সূত্রে খবর, শুক্রবার বেলা ১২ টা বেজে ৩৬ নাগাদ মেট্রোটি দমদম ছাড়ে। ১২ টা বেজে ৪৫ মিনিট নাগাদ পৌঁছয় শোভাবাজারে। প্রচুর যাত্রীর ভিড় ছিল স্টেশনে। সেই সময় আচমকাই এক ব্যক্তি লাইনে ঝাঁপ দেন। স্বাভাবিকভাবেই সকলে হতচকিত হয়ে পড়েন। বিষয়টি বোঝামাত্রই লাইনের বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেওয়া হয়। আপ ও ডাউন–দুই লাইনেই আংশিকভাবে বন্ধ করে দেওয়া হয় পরিষেবা। থার্ড লাইনে পাওয়ার ব্লক করেই চলে উদ্ধার কাজ। মেট্রোর টেকনিক্যাল স্টাফেরাও পৌঁছে যান ঘটনাস্থলে। কিন্তু কী কারণে ওই ব্যক্তি ঝাঁফ দিলেন স্পষ্ট নয়। কলকাতা মেট্রো সূত্রে খবর, দুপুর দেড়টা নাগাদ শেষ পর্যন্ত লাইন থেকে ওই ব্যক্তিকে উদ্ধার করা হলেও শেষ রক্ষা হয়নি। চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। তবে মৃতের নাম পরিচয় এখনও জানা যায়নি। রেল পুলিশ তার ঠিকানার খোঁজ করছে।
এই ঘটনার জেরে প্রবল সমস্যায় পড়েন যাত্রীরা। কেউ বিকল্প পথে গন্তব্যে পৌঁছনোর চেষ্টা করেন। কেউ আবার অপেক্ষা করেন মেট্রো পরিষেবা স্বাভাবিক হওয়ার জন্য। শহরের লাইফ লাইন মেট্রো। অতি অল্প সময়ে যা যাত্রীদের পৌঁছে দেয় গন্তব্যে। সেখানেই লাগাতার এহেন ঘটনায় বিরক্ত যাত্রীরা।