ফের গুরুতর অসুস্থ সুজয়কৃষ্ণ, ইডি-র চার্জশিট গঠন স্থগিত

ফের গুরুতর অসুস্থ সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের ‘কাকু’। সূত্রে খবর, সুজয়কৃষ্ণ অসুস্থ বোধ করায় প্রথমে তাঁকে প্রেসিডেন্সি জেল থেকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু সেখানে অবস্থার অবনতি হওয়ায় তাঁকে দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এদিকে সুজয়কৃষ্ণের অসুস্থতার কারণে প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় ইডি-র চার্জশিট গঠন স্থগিত। ইডি-র দাবি, অন্য হাসপাতালে সুজয়কৃষ্ণকে নিয়ে যাওয়ার জন্য নিরাপত্তার সুবন্দোবস্ত করা হোক। কারণ, এই অন্য হাসপাতালে নিয়ে যাওয়ার সময়ে ‘কাকু’র পালিয়ে যেতে পারেন, আশঙ্কা করছে ইডি।

এদিকে সোমবার ইডি বিশেষ আদালতে প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় ইডি-র চার্জ গঠনের দিন ছিল। সোমবারই সুজয়কৃষ্ণকে আদালতে নিয়ে আসার পথে, তিনি অসুস্থ হয়ে পড়েন। প্রথমে তাঁকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে আদালতে সুজয়কৃষ্ণের আইনজীবী জানান, তাঁর মক্কেলের শারীরিক অবস্থার অবনতি হচ্ছে। এরপরই তাঁকে দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করার সিদ্ধান্ত নেওয়া হয়। আদালত আইনজীবীর আবেদন মঞ্জুর করে। পাশাপাশি বিচারক কলকাতা পুলিশকে নিরাপত্তার ব্যবস্থা করতে নির্দেশ দেন। ২ জানুয়ারি ওই হাসপাতালকে ‘কাকু’র শারীরিক অবস্থার রিপোর্ট জমা দেওয়ারও নির্দেশ দিয়েছেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

18 − fifteen =