লালবাজার অভিযানে অসুস্থ সুকান্ত মজুমদার

লালবাজার অভিযানে অসুস্থ সুকান্ত মজুমদার। লালবাজারের সামনে বিজেপির বিক্ষোভ হঠাতে কাঁদনে গ্যাস ছোড়ে পুলিশ। আর তাতেই অসুস্থ হয়ে পড়লেন সুকান্ত। তাঁকে গাড়িতে করে বিক্ষোভস্থল থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়।

এদিন লালবাজারের ঘেরাও অভিযানে বিজেপির মিছিলে অগ্রভাগে রয়েছেন সুকান্ত মজুমদার, রুদ্রনীল ঘোষ, লকেট চট্টোপাধ্যায়। লালবাজারের কিছুটা দূরে বিজেপির মিছিল আটকে দেয় পুলিশ। তারপরেই পুলিশের সঙ্গে বচসা শুরু সুকান্তদের। পুলিশের বাধার মুখে পড়ে রাস্তায় বসে পড়েন বিজেপির নেতাকর্মীরা। আইন-শৃঙ্খলা পরিস্থিতি সামলাতে বাড়ানো হয় পুলিশকর্মীর সংখ্যা। পরিস্থিতি সামলা দিতে ছোড়া হয় কাঁদানে গ্যাসও। ধোঁয়ার জেরে এলাকা থেকে পিছিয়ে যান বিজেপি কর্মীরা। ওই ধোঁয়াতেই অসুস্থ হয়ে পড়েন সুকান্ত মজুমদার।

নবান্ন অভিযানকে কেন্দ্র করে রণক্ষেত্র পরিস্থিতি হাওড়া ও কলকাতায়। পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ বাধে আন্দোলনকারীদের। জনতাকে ছত্রভঙ্গ কাঁদানে গ্যাসের সেল ফাটায় পুলিশ। চলে লাঠিচার্জ। পুলিশকে লক্ষ্য করে ছোড়া হল প্ল্যাকার্ড, লাঠি। পুলিশের দমনপীড়নের প্রতিবাদে বুধবার ১২ ঘণ্টার বনধ ডেকেছে বিজেপি। ঘটনা ৯৪ জনকে আটক করেছে পুলিশ। তাদেরকে ছাড়াতে লালবাজার ঘেরাও অভিযানে নামে বিজেপি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

thirteen − two =