বৃহস্পতিবার বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে পূর্ব এবং পশ্চিম মেদিনীপুরের একাধিক জায়গায় পরিদর্শনে গেলেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। কারণ, ডিভিসির ছাড়া জলে বানভাসি গ্রামের পর গ্রাম। হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া বীরভূম সহ বিস্তীর্ণ জেলায় বহু মানুষ কার্যত ঘরবন্দি। সূত্রে খবর, প্রথমেই তিনি যাবেন পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ায়। সেখানকার একাধিক গ্রামে গিয়ে কী অবস্থায় রয়েছেন স্থানীয় মানুষজন তা খতিয়ে দেখবেন। পাঁশকুড়ার পর পশ্চিম মেদিনীপুরের ঘাটাল এবং দাসপুরেও বৃহস্পতিবারেই যাবেন সুকান্ত মজুমদার।
প্রসঙ্গত, বুধবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরেজমিনে হুগলি এবং পশ্চিম মেদিনীপুরের ঘাটাল ও একাধিক জায়গা পরিদর্শন করেন। বন্যা পরিস্থিতির জন্য ডিভিসিকেই দায়ী করেন তিনি। পরিস্থিতি খতিয়ে দেখে দেন প্রয়োজনীয় নির্দেশও। এরপর বৃহস্পতিবার, বন্যা পরিস্থিতি তৈরি হওয়া একাধিক এলাকায় যাওয়ার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর। আর এইদিনই পাঁশকুড়া, ঘাটাল-সহ একাধিক জেলার বানভাসী বিভিন্ন গ্রাম পরিদর্শন করবেন সুকান্ত মজুমদার। তিনি বন্যা পরিস্থিতির জন্য সরাসরি রাজ্য সরকারকে দায়ী করেন৷ এর পাশাপাশি বিজেপির রাজ্য সভাপতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাসরি নিশানা করে বলেন, ‘দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বন্যা পরিস্থিতি তৈরি হওয়ার জন্য দায়ী রাজ্য সরকার।’