গৃহহারাদের কয়েকজনকে নিয়ে ভবানীভবনে হাজির সুকান্ত

নতুন বছরের প্রথম দিন থেকে কিছুটা হলেও শান্ত  মুর্শিদাবাদ। তবে এখনও ঘরছাড়া অসংখ্য মানুষ। ইতিমধ্যেই গৃহহীনদের বাড়ি তৈরি করে দেওয়া হবে বলে ঘোষণা করা হয়েছে রাজ্য সরকারের তরফে। মৃতদের পরিবারকে দশ লক্ষ টাকার ক্ষতিপূরণ ঘোষণাও করা হয়েছে। এই আবহের মধ্যেই এবার কয়েকজন গৃহহীনকে সঙ্গে নিয়ে ভবানী-ভবনের সামনে পৌঁছান বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। লক্ষ্য, রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারের সঙ্গে ঘরছাড়াদের কথা বলানোর। বিজেপি রাজ্য সভাপতি সুকান্তর সঙ্গে ছিলেন জগন্নাথ চট্টোপাধ্যায়, তাপস রায়। তবে সুকান্ত সহ বিজেপির প্রতিনিধি দলকে ভবানী ভবনে ঢোকার আগেই আটকায় পুলিশ। তাদের দাবি,আগাম অনুমতি না নিয়ে রাজ্য পুলিশের ডিজির সঙ্গে এভাবে দেখা করা সম্ভব নয়।
অপরদিকে, বিজেপির প্রতিনিধি দলের দাবি, ভিটে-মাটি হারা এই সকল গৃহহীনদের নিয়ে এসেছেন রাজীব কুমারের সঙ্গে দেখা করাতে। রাজ্য পুলিশের প্রধানকে জানাতে চান, তাঁদের কী পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছিল। বর্তমানে তাঁরা কোন পরিস্থিতিতে রয়েছেন তাও ডিজিকে জানাতে চাইছেন তাঁরা। সেই কারণে রাজীবের সঙ্গে দেখা না করে কোনও মতেই ফিরবেন না। এরপর তা নিয়ে বিজেপি নেতাদের সঙ্গে পুলিশের উত্তপ্ত বাক্য বিনিময় হয়।
এদিকে এদিন মর্শিদাবাদের গৃহহারাদের মধ্যে যাঁরা ভবানী ভবন গিয়েছিলেন তাদে মধ্যে এক মহিলা বলেন,’আমাদের বাড়ি নেই। আমাদের কোনও ঘর নেই। আমরা বাড়িছাড়া। সব জ্বালিয়ে দিয়েছে। তাই দেখা না করে যাব না।’
 তবে সেই মুহূর্তে  ডিজি রাজীব কুমার ছিলেন না ভবানী-ভবনে,এ মনটাই সূত্রে খবর। তবে বিজেপিও ছাড়তে নারাজ। সেই কারণে পুলিশের হেডকোয়ার্টারের সামনেই গৃহহীনদের নিয়ে বসে পড়েন সুকান্ত মজুমদাররা। কোনও ভাবে কথা না বলে তারা ফিরবেন না বলে তাঁরা পরিষ্কার জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

18 − 3 =

preload imagepreload image