বিহারের এসআইআর মামলায় পূর্বনির্ধারিত পয়লা অগাস্ট ভোটার তালিকার খসড়া প্রকাশের উপর স্থগিতাদেশ দিল না সুপ্রিম কোর্টের বিচারপতি সূর্য কান্ত এবং জয়মাল্য বাগচির বেঞ্চ। তবে এদিন ফের অন্তত ভোটার কার্ড এবং আধার কার্ডকে গ্রহণযোগ্য পরিচয়পত্র হিসেবে গণ্য করার বিষয়টি বিবেচনা করতে বলে সুপ্রিম কোর্ট। সোমবার সর্বোচ্চ আদালতে এসআইআর মামলার শুনানির সময় বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চ জাতীয় নির্বাচন কমিশনের কাছে জানতে চান, কেন ভোটার এবং আধার কার্ড বিবেচনা করা হচ্ছে না তা নিয়ে। সঙ্গে এও বলেন, জালিয়াতি হয়েছে বলে উল্লেখ করে আপনারা ব্ল্যাংকেট বাতিল করতে পারেন না। এরপরই বিচারপতি জয়মাল্য বাগচি বলেন, ‘যে ১১টা নথি আপনারা দিয়েছেন, তার মধ্যেও তো কোনও নথি কখনও নকল বেরোতে পারে। তার জন্য আপনারা সবার ক্ষেত্রে সেই নথি বাদ দিতে পারেন না। আধারকে যুক্ত করুন।‘
এদিকে খসড়া তালিকায় স্থগিতাদেশর আর্জি করেন আইনজীবী গোপাল শঙ্করনারায়ণ ও কপিল সিব্বল। শীর্ষ আদালতে তাঁরা সওয়াল করেন, আধার, ভোটার কার্ড, রেশন কার্ডকে বিবেচনা করার কথা বলেছিল আদালত। এরপরই সুপ্রিম কোর্ট জানায়, ‘জাতীয় নির্বাচন কমিশনের উত্তর আপনি মনে হয় ঠিক করে পড়েননি। আপনারা আগের শুনানিতে স্থগিতাদেশ চাননি।’
যদিও জাতীয় নির্বাচন কমিশনের তরফে আইনজীবী রাকেশ দ্বিবেদী বলেন, ‘এটি মূলত একটি খসড়া তালিকা। চূড়ান্ত তালিকা নয়। প্রসঙ্গত, এর আগের দিন শুনানের সময় কমিশনের তরফে জানানো হয়েছিল প্রচুর জাল আধার কার্ড আছে।’ এর পরই সুপ্রিম কোর্ট জানায়, ‘আমরা যখন মামলাকারীদের সঙ্গে একমত হব, তখন পুরো প্রক্রিয়ায় স্থগিতাদেশ দেব, এখন তার প্রয়োজন নেই।’ তবে এই মামলার কবে থেকে বিস্তারিত শুনানি হবে তা মঙ্গলবার জানাবে সুপ্রিমকোর্ট।