পশ্চিম মেদিনীপুরের জেলা সম্পাদকের পদ থেকে অপসারিত সুশান্ত ঘোষ

পশ্চিম মেদিনীপুরের জেলা সম্পাদকের পদ থেকে দলের প্রবীণ নেতা সুশান্ত ঘোষকে অপসারিত করল সিপিএম৷ মহিলা ঘটিত অভিযোগেই দলের প্রবীণ নেতার বিরুদ্ধে এই কঠোর পদক্ষেপ করল দল৷ সুশান্ত ঘোষের জায়গায় বিজয় পালকে জেলা সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে৷ সুশান্ত ঘোষের বিরুদ্ধে মহিলা ঘটিত এই অভিযোগ ওঠার পর কমিশন গঠন করে সিপিএম৷ দলীয় কমিশনের সেই তদন্ত রিপোর্ট রাজ্য সম্পাদকমণ্ডলীতে জমা পড়ার কথা ছিল৷ এরই মধ্যে আজ সুশান্ত ঘোষকে অনির্দিষ্টকালের জন্য ছুটিতে পাঠিয়েছে পশ্চিম মেদিনীপুর জেলা কমিটি৷

সূত্রে খবর, মন্ত্রী থাকাকালীন সুশান্ত ঘোষ চাকরি দেওয়ার নাম করে তাঁর সঙ্গে সহবাস করেছিলেন বলে সিপিএম নেতৃত্বের কাছে অভিযোগ করেন এক মহিলা৷ ওই অভিযোগের সত্যতা যাচাই করতে কমিশন গঠন করে সিপিএম নেতৃত্ব৷ এদিকে এ খবরও মিলছে যে, সুশান্তর বিরুদ্ধে কমিশন গঠন হওয়ার পর থেকে জেলা সম্পাদক পদে তাঁকে নিষ্ক্রিয় করে রেখেছিল দল৷ শারীরিক সমস্যার কারণে সুশান্ত নিজেও দলের কাছে ছুটি চেয়েছিলেন৷ ২০১৬ সাল পর্যন্ত গড়বেতার বিধায়ক ছিলেন সুশান্ত৷ ২০১১ সালে রাজ্যে পালাবদলের পরই বেনাচাপড়া কঙ্কালকাণ্ডে গ্রেফতার হতে হয় সুশান্ত ঘোষকে৷ পরে অবশ্য সুপ্রিম কোর্ট থেকে জামিন পান তিনি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three + nineteen =