একশো দিনের কাজে সিবিআই তদন্তের দাবি শুভেন্দুর

একশো দিনের কাজ অর্থাৎ মনরেগা প্রকল্পেও এবার সিবিআই তদন্তের দাবি তুললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এই প্রসঙ্গে রীতিমতো তথ্য তুলে ধরে এও জানান, যেদিন থেকে জব কার্ডের সঙ্গে আধার সংযুক্তিকরণ চালু হয়েছে, তবে থেকে বাংলায় প্রায় ১ কোটি ৩০ লাখ ভুয়ো কার্ড বাতিল হয়েছে। শেষ দশ বছরে যদি প্রতি জন পিছু দশ হাজার টাকা ব্যয় করা হয়, তাহলে সেই সংখ্যাটা দাঁড়ায় ১৩ হাজার কোটি টাকা। এই টাকা কোথায় গেল এই প্রশ্নও তোলেন শুভেন্দু। সঙ্গে এও জানান, ভুয়ো জব কার্ড হোল্ডার মানেই হচ্ছে তৃণমূল নেতারা।

সোমবার বিধানসভায় বিজেপি পরিষদীয় দল এদিন যে বিক্ষোভ অবস্থান করে সেখানে বক্তব্য রাখতে গিয়ে শুভেন্দু জানান, ‘ আপনারা জানেন, জব কার্ড ইস্যু করেন পঞ্চায়েত প্রধান এবং পরবর্তী কালে জেলা শাসকরা। আমরা এই জব কার্ড নিয়ে যে ডাকাতি হয়েছে, সেই কারণে কেন্দ্রীয় মন্ত্রীর কাছে আবেদন করছি, এই মনরেগা নিয়ে অবিলম্বে সিবিআই তদন্ত করতে হবে।’

সোমবার দেশের রাজধানী দিল্লিতে রাজঘাটে প্রতিবাদ কর্মসূচির আয়োজন করে তৃণমূল কংগ্রেস। ২ অক্টোবর গান্ধী জন্ম জয়ন্তী হিসেবে গান্ধির মূর্তিতে শ্রদ্ধা জানিয়ে এই প্রতিবাদ কর্মসূচি তুলে ধরা হয়। এই কর্মসূচির প্রতিবাদে এদিন রাজ্য বিধানসভায় পালটা প্রতিবাদ কর্মসূচি পালন করে পরিষদীয় বিজেপি নেতৃত্বরা। এদিকে দিল্লিতে ধরনা প্রসঙ্গেও শুভেন্দু এদিন কটাক্ষ করে বলেন, ‘দিল্লিতে সিআরপিএফ বাঁশি বাজাতে তো ওঁরা ওখান থেকে পালিয়ে’ গিয়েছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two + seven =