বাংলাদেশে সংখ্যালঘুদের উপর হামলায় গত কয়েকমাসে পদ্মপারের দেশে বারবার হিন্দু–সহ সংখ্যালঘুরা আক্রান্ত হয়েছেন বলে অভিযোগ। তারই প্রতিবাদে মঙ্গলবার গিরি গোবর্ধনধারী চ্যারিটেবল ট্রাস্টের উদ্যোগে কলকাতায় মিছিল হয়। সেই মিছিলে বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী–সহ বিজেপি নেতারা পা মেলান। মিছিলে ছিলেন সন্দেশখালির নির্যাতিত মহিলারাও। মঙ্গলবারের মিছিল থেকে শুভেন্দুর স্পষ্ট হুঁশিয়ারি, ‘বাংলাদেশে হিন্দু নিপীড়ন বন্ধ না হলে আমরা পেট্রাপোল সীমান্তে গিয়ে প্রতিবাদ জানিয়ে আসব। আমরা অপর ধর্মকে শ্রদ্ধা করি। কিন্তু আমরা আক্রান্ত। আমরা বাংলাদেশের ডেপুটি হাই কমিশনারকে সেই বার্তা দিতে চাই।’
এই প্রসঙ্গে বলতেই হয়, মঙ্গলবারের এই মিছিলের প্রথমে অনুমতি দেয়নি পুলিশ। এরপর উদ্যোক্তারা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়। শেষপর্যন্ত পুলিশের ঠিক করে দেওয়া রুটে মিছিলের অনুমতি দেয় আদালত। বিকেল ৪টে ১৫ মিনিটের মধ্যে মিছিল শেষ করতে হবে বলেও হাইকোর্ট নির্দেশ দিয়েছিল।
হাইকোর্টের নির্দেশ মতোই এদিন বিকেল ৩টা ৫ মিনিট নাগাদ রানি রাসমণি রোড থেকে মিছিল শুরু হয়। আলিমুদ্দিন স্ট্রিটের ক্রসিংয়ে এসে শেষ হয় মিছিল। মিছিলের সামনে ছিল ব়্যাফ। ঢাক নিয়ে মিছিলে অংশগ্রহণ করেন অনেকে। লোকসভা নির্বাচনে বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্র, শঙ্কুদেব পণ্ডাদের দেখা যায় মিছিলে।