ছাত্র সমাজকে বিধানসভা অভিযানে ডাক শুভেন্দুর

২ তারিখ বিশেষ অধিবেশন বসছে বিধানসভায়। ৩ তারিখ হতে পারে ধর্ষণ বিরোধী কঠোর বিল পাশ। এদিন তাতে গ্রিন সিগন্যাল দিয়েছে রাজ্য মন্ত্রিসভা। তা নিয়ে যখন চাপানউতোর চলছে সেই আবহে ফের একবার হুঙ্কার দিয়ে উঠলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর স্পষ্ট দাবি, ‘এই অধিবেশন করতে গেলে রাজ্যপালের কাছে ফাইল পাঠাতে হবে। রাজ্যপাল বেআইনি কাজের অনুমোদন দেবেন না। জোর করে বিধানসভা করা যায় না।’ এরপরই মমতার বিরুদ্ধে আরও তোপ দেগে বলেন, ‘সোমবার অধিবেশন ডাকার আপনি কে! ছাত্র সমাজকে বলব ওই দিন বিধানসভার অধিবেশন করুন। আমরা ভিতরে বিধায়করা বুঝে নেব। আর রাস্তায় ছাত্র সমাজের লোকজন আপনারা বুঝে নেবেন।’ এখানেই থামেননি শুভেন্দু। মমতাকে বিদ্ধ করে বলেন, ‘যে ভাষায় আজ ধমকেছেন এটা সরকার নাকি তালিবান, নাৎসি, জন কিম। আজ আমি সকলকে বলেছি কোনো রাজনৈতিক পতাকা ছাড়া একদিনে কালীঘাট নবান্ন ও লালবাজার অভিযান করুন।’ একইসঙ্গে কালীঘাট এবং আলিপুরের চারপাশে ১৬৩ ধারা জারি নিয়ে আদালতে যাওয়ার কথা বলেন বিরোধী দলনেতা।

প্রসঙ্গত, ২ তারিখের অধিবেশনে শোক প্রস্তাব আনার কথা রয়েছে বিধানসভায়। তিন তারিখ ধর্ষণ বিরোধী কঠোর বিল পেশের কথা। এদিন তাতে গ্রিন সিগন্যালও এসেছে রাজ্য মন্ত্রিসভার বৈঠক থেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

15 + 1 =