কোলাঘাটের বাড়িতে পুলিশি হানার ঘটনায় কমিশনের দ্বারস্থ শুভেন্দু

পার্থ রায়

 

শুভেন্দুর কোলাঘাটের ভাড়াবাড়িতে হানা দেয় পুলিশ। মঙ্গলবারের এই ঘটনায় এবার নির্বাচন কমিশনের কাছে অভিযোগ দায়ের করলেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। অভিযোগ দায়েরের পাশাপাশি পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপারকে সরিয়ে দেওয়ার দাবিও জানান শুভেন্দু। সূত্রে খবর, কমিশনের কাছে যে চিঠি দিয়েছেন শুভেন্দু তাতে তিনি ছ’জন পুলিশকর্তার নাম উল্লেখ করেছেন। এদিকে সামনেই ষষ্ঠ দফার ভোট। শুভেন্দুর বক্তব্য, পুলিশ আধিকারিককে রেখে অবাধ ও সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।

শুভেন্দু যাঁদের অপসারণের কথা উল্লেখ করেছেন সেই তালিকায় নাম রয়েছে, পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপার আইপিএস সৌম্যদীপ ভট্টাচার্য, অ্যাডিশনাল এসপি আইপিএস নিখিল আগরওয়াল, তমলুকের সার্কেল ইন্সপেক্টর চম্পকরঞ্জন চৌধুরী, সিএমজি সেল ওসি সৌরভ মিত্র, এমটিও অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর কৌশিক ঢাল, কোলাঘাট থানার ওসি সৌরভ চিন্না। চিঠিতে শুভেন্দু অভিযোগ করেছেন,সংশ্লিষ্ট পুলিশ কর্তারা শাসকদলের হয়ে কাজ করেন।

শুভেন্দু অধিকারী তাঁর এই অভিযোগে এও জানিয়েছেন, মঙ্গলবার সন্ধ্যায় যাঁরা তল্লাশিতে গিয়েছিলেন, তাঁদের দু’জনের  গায়ে উর্দি থাকলেও পায়ে হাওয়াই চটি ছিল। নেম ট্যাগ ছিল না। আর দু’জন সাধারণ পোশাকে ছিলেন। তাঁরা এলাকায় সিভিক ভলান্টিয়র্স বলেও শুভেন্দু তাঁর চিঠিতে উল্লেখ করেছেন। তাঁদের কাছে সার্চ ওয়ারেন্ট দেখতে চাওয়া হলে তাঁরা তা না দেখিয়ে অভব্য আচরণ করেন বলেও অভিযোগ।

প্রসঙ্গত, মঙ্গলবার সন্ধ্যায় শুভেন্দুর কোলাঘাটের ভাড়া বাড়িতে যায় পুলিশ। অভিযোগ, ৭০-৮০ জন পুলিশকর্মী বাড়ি ঘিরে ফেলেন। পুলিশের দাবি, এক দুষ্কৃতীর খোঁজে সেখানে তল্লাশিতে গিয়েছিল। যদিও পুলিশের দাবি উড়িয়ে দিয়ে শুভেন্দুর অভিযোগ, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এই ‘হামলা’ হয়েছে। বাড়ির লোকের উপস্থিতি ছাড়া কী ভাবে অভিযান হতে পারে সেই প্রশ্নও এদিন নির্বাচন কমিশনের কাছে তোলেন শুভেন্দু। এদিকে সূত্রে এ খবরও মিলছে, এই সমগ্র ঘটনা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকেও জানিয়েছেন শুভেন্দু।

এরইমধ্যে বুধবার বঙ্গে নির্বাচনী প্রচার মঞ্চে দাঁড়িয়ে এ বিষয়ে মুখ খোলেন অমিত শাহ। এই প্রসঙ্গ টেনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী কটাক্ষের সুরে বলেন, ‘মমতা দিদি রেড করাচ্ছেন। কিচ্ছু পাওয়া যাবে না। আমাদের শুভেন্দু অধিকারীর বাড়িতে রেড করিয়েছেন, ২৫ পয়সাও পাওয়া যায়নি। আমাদের নেতার বাড়িতে রেড করলে কিচ্ছু পাওয়া যাবে না। আমাদের এইভাবে ভয় পাওয়ানো যাবে না। যত সন্ত্রাস করবেন, ততই পদ্ম ফুটবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × 1 =