সোমবার রাতেই দিল্লির পথে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ৮টা বেজে ২০ মিনিটের উড়ানে দিল্লি উড়ে যান তিনি। সূত্রের দাবি, গুরুত্বপূর্ণ কাজ রয়েছে মঙ্গলবার।এমনও শোনা যাচ্ছে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে সাক্ষাৎ করতে পারেন শুভেন্দু।এদিকে মঙ্গলবার দিল্লিতে প্রতিবাদ কর্মসূচি তৃণমূলের। দলের সেকেন্ড-ইন-কমান্ডঅভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এই প্রতিবাদ কর্মসূচি থেকে কেন্দ্রের বিরুদ্ধে ঝাঁঝ চড়বে বলেই মন করছেন বঙ্গ রাজনীতির কারবারিরা। সূত্রের খবর, এরইমধ্যে বিজেপি শীর্ষ নেতৃত্বের দিল্লিতে জরুরি তলব শুভেন্দুকে। রাত
সোমবার দিল্লিতে যখন কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার সুর চড়িয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই সময় কলকাতায় সুর চড়াতে দেখা যায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকেও। দাবি করেন, ১০০ দিনের কাজে এ রাজ্যের প্রভূত দুর্নীতি হয়েছে। এই প্রসঙ্গে এই দুর্নীতির তদন্ত সিবিআই করুক, এমনও দাবি করেন তিনি। যে জব কার্ড হোল্ডারদের অধিকার বুঝে নিতে তাঁদের দিল্লি নিয়ে গিয়েছেন অভিষেক, এদিন সেই জব কার্ড নিয়েও বিস্তর অভিযোগ তোলেন শুভেন্দু। জব কার্ডের ক্ষেত্রেও বাংলায় দুর্নীতি হয়েছে বলে দাবি করেন বিরোধী দলনেতা। তিনি বলেন, বহু অযোগ্যদের প্রথমে জব কার্ড প্রাপকের তালিকায় ঢুকিয়ে দেওয়া হয়েছিল। পরে খতিয়ে দেখা যায় এমন অনেকেই তালিকায় আছেন, যাঁদের জব কার্ড পাওয়ার কথাই নয়। এদিকে মঙ্গলবার আবার ১০০ দিনের কাজের টাকা, আবাসের টাকা চেয়ে যন্তর মন্তরে ধরনায় বসছে তৃণমূল। সেদিন আবার দিল্লিতে থাকছেন শুভেন্দুও। ফলে কী কারণে তাঁর এই রাজধানী সফর তা নিয়ে বিস্তর জল্পনা শুরু হয়েছে বঙ্গ রাজনীতিতে।