আচমকা দিল্লি উড়ে গেলেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কেন, কী কারণ সে বিষয়ে দিল্লি যাওয়ার আগে মুখ খোলেননি বিরোধী দলনেতা। এদিকে সূত্রের খবর, সাম্প্রতিক পরিস্থিতির প্রেক্ষিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে দেখা করতেই দিল্লি সফরে শুভেন্দু অধিকারী।
গত কয়েকদিনের বাংলাদেশের যা পরিস্থিতি তৈরি হয়েছে তাতে উদ্বিগ্ন ভারত প্রশাসনও। এই পরিস্থিতিতে সোমবার বিধানসভার বাইরে বেরিয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে শুভেন্দু বলেন, ‘এক কোটি শরণার্থী পশ্চিমবঙ্গে আসবে। আপনারা তৈরি থাকুন। আমি তো তৈরি আছি। মুখ্যমন্ত্রী ও রাজ্যপালকে বলব, কেন্দ্রের সঙ্গে কথা বলুন।’
এরপর শেখ হাসিনা দেশ ছাড়তেই ভারত বাংলাদেশ সীমান্তে হাই অ্যালার্ট জারি করা হয়। এদিকে বাংলার প্রত্যেকটি সীমান্তে চলছে কড়া নজরদারি। বাংলাদেশে বর্তমানে অগ্নিগর্ভ পরিস্থিতি। পুড়ছে থানা-হোটেল, যথেচ্ছ হামলা। পিটিয়ে মারার ঘটনাও ঘটছে। সূত্র মারফত খবর, সোমবার সকাল থেকে রাত পর্যন্ত অন্ততপক্ষে ১০৯ জনের মৃত্যু হয়েছে। এই পরিস্থিতিতে বাংলাদেশের সংখ্যালঘুরাই অত্যন্ত আতঙ্কিত। ফলে শুভেন্দু অধিকারীর হঠাৎ করেই দিল্লি উড়ে যাওয়া নিয়ে রাজনৈতিক মহলেও শুরু হয়েছে জল্পনা।